ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

পিটিআই-ইউএনআই থেকে আর খবর কিনবে না আকাশবাণী ও দূরদর্শন

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৩:৫২ অপরাহ্ন

ভারতে সংবাদমাধ্যমে কি গেরুয়া ঝড়? সরকারি সংবাদমাধ্যম  আকাশবাণী ও দূরদর্শন আর সংবাদ সংস্থা পিটিআই ও ইউএনআই’র কাছ থেকে খবর কিনবে না। এই খবর চাউর হতেই হইচই শুরু হয়। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অফিস থেকে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, এখন থেকে আকাশবাণী ও দূরদর্শন সংবাদ এজেন্সি পিটিআই বা ইউএনআই থেকে জাতীয় ও বিদেশের খবর কিনবে না।

তারা সংবাদ কিনবে কেবলমাত্র হিন্দুস্তান সমাচার থেকে যেটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা নিয়ন্ত্রিত। হিন্দুস্তান সমাচার যাত্রা শুরু করে ১৯৪৮ সালে। ভারতের স্বাধীনতার পরের বছর। সংঘের অন্যতম প্রধান প্রচারক শিব রাম এর প্রতিষ্ঠাতা। এই শিব রাম আবার এস গোলওয়ালকারের সঙ্গে প্রতিষ্ঠা করেন বিশ্ব হিন্দু পরিষদ।  হিন্দুস্তান সমাচার প্রথম থেকেই  গেরুয়া সংবাদের পৃষ্ঠপোষক। পিনারাই বিজয়ন বলেন, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এবং ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া যেহেতু সব রকম খবর করে, তাতে দূরদর্শন ও আকাশবাণী যে প্রসার ভারতীর অধীনে এবং  তাদের স্বার্থ চরিতার্থ হয় না বলে হিন্দুস্তান সমাচার থেকে খবর কেনার ব্যবস্থা হচ্ছে। 
যদিও প্রসার ভারতী এই বিষয়ে কোনো মতামত দেয়নি এবং কলকাতার আকাশবাণীর সংবাদ বিভাগ থেকে প্রচারিত খবর সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানানো হয়েছে। তাও কেরালা সরকার তাদের খবর সম্পর্কে নিশ্চিত।

বিজ্ঞাপন
পিনারাই বিজয়ন বলেছেন, এটা নতুন নয়, ২০১৪  সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে খবরে বেড়ি পরানোর কাজ শুরু হয়েছে। বর্তমানে হিন্দুস্তান সমাচারে আস্থা সেই ঘটনাকেই প্রতিষ্ঠিত করে।  
উল্লেখযোগ্য, ভারতের সর্বত্র পিটিআই ও ইউএনআই-এর শাখা আছে।  হিন্দুস্তান সমাচার সেই তুলনায় অনেক ছোট প্রতিষ্ঠান। তবে, হিন্দুস্তান সমাচারের খবরে বিজেপির যাবতীয় খবর থাকে। পিনারাই বিজয়নের অভিযোগ, কেন্দ্রীয় সরকার চায় মনপছন্দ খবর। খবরের মেরিট নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নেই। তারা আকাশবাণী ও দূরদর্শনকে  সরকারি  মুখপত্র করতে চাইছেন।
 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status