রাজনীতি
হাসপাতালে ফখরুল
স্টাফ রিপোর্টার
(৩ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন

ফাইল ছবি
হঠাৎ অসুস্থ বোধ করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন। এরপর হঠাৎ অসুস্থবোধ করলে তাকে জরুরিভাবে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে অধ্যাপক মুমিনুজ্জমানের অধীনে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
উল্লেখ্য, গত ১৫ই জানুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতাল থেকে গত ১৭ই জানুয়ারি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফেরেন বিএনপি মহাসচিব।
এরপর গত ১০ই ফেব্রুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল। ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদ সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা নেন। সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করে পাঁচ দিন পর ১৬ই ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি।
।মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
