ভারত
ভারতের শিল্পপতিরা ফের বিজেপিকেই ক্ষমতায় চান
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১০ পূর্বাহ্ন

ভারতীয় শিল্পপতিরা ২০২৪ সালে যে ফের বিজেপিকেই চান তার প্রমাণ মিলল তাঁদের দেয়া অনুদানে। ২০২১-২২ সালে রাজনৈতিক দলগুলির জন্যে দেশের শিল্পপতিদের অনুদানের পরিমাণ ৭৮০ কোটি ৭৭ লক্ষ টাকা। এর মধ্যে বিজেপি পেয়েছে ৬১৪ কোটি ৬৩ লক্ষ টাকা। কংগ্রেস পেয়েছে ৯৫ কোটি ৪৬ লক্ষ টাকা। অনুদানের নিরিখে এটা স্পষ্ট যে ভারতের শিল্পগোষ্ঠীগুলি মোদিকেই আবার ক্ষমতায় দেখতে চান। এর আগের অর্থ বর্ষে বিজেপি পেয়েছিলো ৪৭৭ কোটি ৫৫ লক্ষ টাকা। এবার শিল্পপতিদের দান তাদের ক্ষেত্রে বেড়েছে সাড়ে একত্রিশ শতাংশ। অনুপাতিক হারে কংগ্রেসের প্রাপ্য অনুদান কমছে। তাই এটা বুঝতে অসুবিধা নেই যে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী গুলি বিজেপিকেই চায়। ভারতে ইলেক্টোরাল বন্ড কিনে রাজনৈতিক দলকে সাহায্য করা যায়।