ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

৫০ বছরে এই প্রথম...

মিজানুর রহমান
২৪ মে ২০২২, মঙ্গলবার

আগামী মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশের ৮১ মিশনে একযোগে ‘অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতার ৫০ বছরে এমন উদ্‌যাপন হবে এটিই প্রথম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মহেন্দ্রক্ষণে অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ উদ্‌যাপন বিশ্বে বাংলাদেশের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী ৮১ মিশন ছাড়াও ঢাকায় হবে এর কেন্দ্রীয় আয়োজন। যার আওতায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী, গবেষক, বিশ্লেষক এবং বিদেশি প্রতিনিধি ও কূটনীতিকদের অংশগ্রহণে সিরিজ মতবিনিময় সভা হবে। সেমিনার, আলোচনা, বিনিয়োগ ও ব্যবসায় উদ্বুদ্ধকরণ সংক্রান্ত বিভিন্ন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজনও হতে পারে। তাছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ নিজ নিজ অধিক্ষেত্রাধীন এলাকাসমূহে বাংলাদেশের জন্য সম্ভাব্য অর্থনৈতিক ক্ষেত্রসমূহ বিবেচনায় অনুরূপ কার্যক্রম ও অনুষ্ঠানমালা গ্রহণ করবে। বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিক, কৃষি উদ্ভাবন ও বিদেশে চুক্তিভিত্তিক কৃষি খামারের সম্ভাবনা, খাদ্য নিরাপত্তা, সুনীল অর্থনীতির সম্ভাবনা ও উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা সৃষ্টি, অর্থনৈতিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সর্বাধুনিক প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে পুঁজিবাজারের বিভিন্ন দিক, বিশ্ব বাণিজ্য ও আঞ্চলিক বাণিজ্যের সুষমীকরণ, মুক্ত চলচ্চিত্র শিল্প ও সংগীতের বিভিন্ন সম্ভাবনা, কাঠামোগত বিনিয়োগ সম্ভাবনা, চামড়া, মসলিন ও হাই ফ্যাশন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাকরণ, চিকিৎসা, শিক্ষা ও বিভিন্নমুখী পর্যটন, চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন দিকসমূহ, ফার্মাসিউটিক্যালস ও তৈরি পোশাক খাতের বিভিন্ন দিকসমূহ তুলে ধরা হবে। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status