ভারত
আদানি নিয়ে সরকারকে রিপোর্ট দিতে বলল ভারতের সুপ্রিম কোর্ট
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

ভারতের শীর্ষ আদালত আদানি প্রসঙ্গে সরকারের মতামত জানতে চাইলো। সলিসিটর জেনারেল তুষার মেহতার মারফত এই নির্দেশ দেয়ার পাশাপাশি শেয়ার বাজারে ক্রেতা সুরক্ষা কীভাবে নির্দিষ্ট করা যায় সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার কাছে তা জানতে চাইলো এপেক্স কোর্ট।
পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে সোমবার। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর, বিচারপতি নরসিংহন ও পাদড়িওয়ালার এজলাশে আইনজীবী এম এল শর্মা এবং বিশাল তেওয়ারির করা মামলা দুটি ওঠে। বিশাল তেওয়ারি গোটা ঘটনার অনুসন্ধান চেয়েছেন। এমএল শর্মা তার আবেদনে বলেছেন, হিন্ডেনবার্গ গোষ্ঠীর প্রধান নাথান এন্ডারসন এবং ভারতে হিন্ডেনবার্গ এর সহযোগীদের বিরুদ্ধে অসত্য তথ্য প্রকাশের জন্য ব্যবস্থা নেয়া হোক। বিচারপতিরা সব দিক বিবেচনা করে ওই আদেশগুলি দেন।
এদিকে গৌতম আদানি আমেরিকার হিন্ডেনবার্গ কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার পথে এগিয়েছেন। আমেরিকার বিশিষ্ট ল ফার্ম ওয়াচটেল, লিপটনকে নিযুক্ত করেছে তারা।