অনলাইন
তুরস্কে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী রিংকু জীবিত উদ্ধার, হাসপাতালে ভর্তি
কূটনৈতিক রিপোর্টার
(১০ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১৮ অপরাহ্ন

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আজাজ শহরে দু'দিন নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকুর খোঁজ মিলেছে। আহত অবস্থায় জীবিত উদ্ধারের পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার উদ্ধার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে প্রতিমন্ত্রী লিখেন- আলহামদুলিল্লাহ। তুরস্কে গোলাম সাঈদ রিংকুকে ভবনের নিচে চাপা পড়া অবস্থা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেয়া হয়েছে চিকিৎসার জন্য। সে শারিরীকভাবে প্রচন্ড দূর্বল, তার জন্য দোয়া করবেন। প্রতিমন্ত্রী লিখেন- আমরা কৃতজ্ঞতা জানাই তুরস্ককে তাদের উদ্ধার তৎপরতার দক্ষতার জন্য।
উল্লেখ্য, ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মেদ নুর এ- আলম আগে গণমাধ্যমকে বলেন, দক্ষিণাঞ্চলীয় প্রদেশের খাহরামানমারাসে ভূমিকম্পে দুই বাংলাদেশি শিক্ষার্থী নূরে আলম ও মো. রিংকু নিখোঁজ ছিলেন।
কনসাল জেনারেল জানান, তুরস্কে ভূমিকম্পের পর নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকু কাহরামান মারাস সুতচু ইমাম বিশ্ববিদ্যালয়ের কাছের একটি ভবনে আটকা পড়ে ছিলেন। এ ছাড়া সাত বাংলাদেশি শিক্ষার্থী গাজিয়ানতেপ অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। তুরস্ক ও তার প্রতিবেশী উত্তর-পশ্চিম সিরিয়ায় স্থানীয় সময় সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। দেশ দুটিতে হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকে নিখোঁজ রয়েছেন। ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নূরে আলম আরও জানান, পূর্বে উদ্ধার হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নূরে আলমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযান সম্পর্কে তিনি জানান, বর্তমানে তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে দিনের তাপমাত্র শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তীব্র শীতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ/ বাংলাদেশ এবং গণতন্ত্রের বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গি ইতিহাসে অবমূল্যায়িত
অধ্যাপক আনোয়ার হোসেন/ মানুষ বলছে কিসের ভোট
ভারতীয় সংবাদমাধ্যমে নিবন্ধ/ নির্বাচনের আগে যেভাবে বাংলাদেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]