প্রথম পাতা
বাংলাদেশের সঙ্গে আদানির বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন রাহুল গান্ধীর
মানবজমিন ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
গৌতম আদানি ইস্যুতে ভারতের লোকসভা সরগরম করে তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার বক্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার তুমুল উত্তেজনা দেখা দেয় লোকসভায়। বক্তব্য দেয়ার সময় বার বার তার কথার মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছিলেন ক্ষমতাসীন বিজেপি দলীয় মন্ত্রী, সদস্যরা। এরই মধ্যে তিনি বাংলাদেশের সঙ্গে গৌতম আদানির বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি এবং আদানিপ্রীতি নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি বলেন- প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি প্রথম বাংলাদেশ সফরে যান। এ সময় বাংলাদেশ সরকারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে সিদ্ধান্ত হয়। এর কিছুদিন পরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫ বছরের জন্য আদানির সঙ্গে (বিদ্যুৎ) চুক্তি স্বাক্ষর করে। ১৫০০ মেগাওয়াট বিদ্যুতের কন্ট্রাক্ট আদানিজি পেয়ে যান। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। এ নিয়ে সমালোচনার পাশাপাশি তিনি নরেন্দ্র মোদির বিভিন্ন পদক্ষেপ নিয়ে সমালোচনা করেন।