ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নিরাপদ ও পুষ্টিকর খাদ্যপ্রাপ্তিতে গাজীপুরে ‘কৃষকের বাজার’

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার

প্রান্তিক পর্যায়ের কৃষক ও ভোক্তাদের সুবিধার্থে মধ্যস্বত্বভোগীর প্রভাবমুক্ত রাখতে এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্যপ্রাপ্তিতে নগরবাসীর জন্য পরীক্ষামূলকভাবে স্থাপিত ‘কৃষকের বাজার’ নিয়ে গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল দুপুরে গাজীপুর জেলা শহরের একটি হল রুমে সভায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা রাফসান আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান। এতে দৈনিক মানবজমিন পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ইকবাল আহমদ সরকার, মুক্ত সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ লিটন, ভোরের দর্পণের গাজীপুর প্রতিনিধি মঞ্জুর হোসেন মিলন, দেশ রূপান্তরের গাজীপুর আমিনুল ইসলাম, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ ওই মতবিনিময় সভায় তাদের বক্তব্য উপস্থাপন করেন।
বক্তরা বলেন, কৃষক ও ভোক্তা উভয়ের সুবিধা বিবেচনায় বাজারগুলোতে পণ্যের বৈচিত্র্যতা বৃদ্ধি, যথাযথ মান নিশ্চিতকরণ, প্রয়োজনীয় প্রচারণা এবং স্থানীয় কাউন্সিলরদের সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে বাজারগুলো টেকসই করা প্রয়োজন। প্রতিটি ওয়ার্ডে কৃষকের বাজার গড়ে তোলা হলে সম্পূর্ণ নগরবাসীকে উপকৃত করা সম্ভব। কৃষকদের নিরাপদ চাষে আরও বেশি উৎসাহিত করে তুলতে হবে, তাহলে পণ্যের সরবরাহ বৃদ্ধি পাবে।
গাজীপুর সদরের উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, পাজুলিয়া গ্রামের কৃষকগণ নিরাপদ সবজি চাষে প্রশিক্ষিত এবং তারা জৈবসার ও জৈব কীটনাশক ব্যবহারের মাধ্যমেই সবজি উৎপাদন করে থাকে। উপজেলা কৃষি অফিস থেকে তাদের নিয়মিত তদারকি করা হয়। এ বাজারগুলো আরও ১/২ বছর চলমান থাকলে, এগুলো টেকসই করা সহজ হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status