ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

তারাকান্দায় বিডব্লিউবি কর্মসূচি প্রণয়নে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার

ময়মনসিংহের তারাকান্দা ২০২৩-২০২৪ অর্থবছরের বিডব্লিউবি কর্মসূচির তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়নে বিডব্লিউবি সুবিধাভোগী অন্তর্ভুক্তির অনলাইন আবেদন গত ২৮শে জানুয়ারি সময় শেষ হয়। কিন্তু যে আবেদনকারী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের মাধ্যমে আবেদন করেছে তা গ্রহণ করা হচ্ছে। বাইরে কোনো অনলাইন আবেদনের লিংক না দেয়ায় অনেক ভুক্তভোগী আবেদন করতে পারেনি। একাধিক মহিলা জানান, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কাছে গেলে সফটওয়্যার কাজ করে না বলে বিদায় করে দেয়। ফলে তারা বিডব্লিউবি অন্তর্ভুক্তির আবেদন করতে পারেনি। স্বামী পরিত্যক্তা খাদিজা জানায়, আমি অনলাইনে আবেদন করে চেয়ারম্যানকে আবেদনের কপিটি দিয়েছি কিন্তু আমার নাম তালিকায় নেই।
একাধিক সূত্র আরও জানায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিডব্লিউ ইউনিয়ন কমিটির লোকজন তাদের স্বজনপ্রীতি ও আত্মীকরণের মাধ্যমে তাদের পছন্দের লোকজন দিয়ে ইউনিয়ন উদ্যোক্তার সহযোগিতায় গোপনে অনলাইনে আবেদন করেন। তারপর ওই কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাছাই করে চূড়ান্ত তালিকা দাখিল করেন। পরে উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা ওই চেয়ারম্যানদের দাখিলকৃত তালিকা চূড়ান্ত করে। কাকনী, রামপুর ও বানিহালা ইউনিয়নে অনেক সচ্ছল পরিবারের নাম তালিকায় রয়েছে। এ ছাড়া একাধিক আবেদনকারী স্বামীর স্থলে পিতার নাম ব্যবহার করেছে।

বিজ্ঞাপন
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান, এ বিষয়ে আমি খোঁজ-খবর নিচ্ছি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status