বিনোদন
রাখির মামলায় স্বামী গ্রেপ্তার
বিনোদন ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তের দায়ের করা মামলায় তার স্বামী আদিল ডুরানিকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। আদিলকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে রাখি বলেন, আদিলের বিরুদ্ধে মামলা করেছি। এ মামলায় ওশিওয়ারা থানা পুলিশ আদিলকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি থানায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে রাখি বলেন, এসব কোনো নাটক না। আদিল আমার জীবন নষ্ট করে দিয়েছে। সে আমাকে মারধর করেছে, আমার টাকা লুট করেছে। কোরআনের ওপর হাত রেখে কথা দিয়েও তা রাখেনি, ও আমার সঙ্গে প্রতারণা করেছে। মিডিয়ার প্রতি অনুরোধ, আপনারা সত্যকে সমর্থন করুন। এ ছাড়াও ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৮শে জানুয়ারি মারা গেছেন রাখির মা জয়া সাওয়ান্ত। আদিলের কারণে তার মা মারা গিয়েছেন বলে অভিযোগ করেছেন রাখি।
বিজ্ঞাপন