বিনোদন
জ্যোতির ‘আগুনের পাখি’
স্টাফ রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
সর্বশেষ ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন জ্যোতিকা জ্যোতি। এবার তিনি দর্শকের সামনে ‘আগুনের পাখি’ হয়ে ধরা দেবেন। এরইমধ্যে ‘আগুনের পাখি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি নির্মাণ করবেন আউয়াল চৌধুরী। জ্যোতি বলেন, পরিচালকের লেখা উপন্যাস থেকে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। বছরের মাঝামাঝি এর দৃশ্যধারণ করা হবে। ঢাকা, ময়মনসিংহের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হবে।