অনলাইন
ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার কারাগার ভেঙে পালালো ২০ দুর্ধর্ষ আইএস জঙ্গি
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৯ পূর্বাহ্ন
যখন সর্বনাশ হয়, তখন কিছু মানুষের পৌষমাসও চলে। যার আরো একবার প্রমাণ মিললো সিরিয়ায় ভূমিকম্প বিপর্যয়ের পর। হাহাকারের মধ্যে জেল থেকে পালাল ২০ জনের বেশি দুর্ধর্ষ আইএস জঙ্গি। ইসলামিক স্টেট গ্রুপের সদস্যদের একটি সূত্র এএফপিকে জানিয়েছে- উত্তর-পশ্চিম সিরিয়ার একটি কারাগারে ২০ জন বন্দি বিদ্রোহ করে সেখান থেকে পালিয়েছে। তুর্কি সীমান্তের কাছে রাজো শহরের মিলিটারি পুলিশ কারাগারে প্রায় ২ হাজার বন্দি রয়েছে, তাদের মধ্যে প্রায় ১৩০০ আইএস যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে। কারাগারে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সদস্যরাও রয়েছে। রাজো কারাগারের কর্মকর্তা বলেছেন- ''ভূমিকম্প আঘাত হানার পর রাজো ক্ষতিগ্রস্ত হয় এবং বন্দিরা বিদ্রোহ শুরু করে। কারাগারের কিছু অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। প্রায় ২০ জন বন্দি পালিয়ে গেছে, যারা আইএস জঙ্গি বলে ধারণা করা হচ্ছে। ''৭.৮-মাত্রার ভূমিকম্পের পর কয়েক ডজন আফটারশক এই অঞ্চলকে বিধ্বস্ত করে দিয়েছে।
সূত্র : এনডিটিভি