ঢাকা, ১ এপ্রিল ২০২৩, শনিবার, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৯ রমজান ১৪৪৪ হিঃ

অনলাইন

ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার কারাগার ভেঙে পালালো ২০ দুর্ধর্ষ আইএস জঙ্গি

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৫:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৯ পূর্বাহ্ন

যখন সর্বনাশ হয়, তখন কিছু মানুষের পৌষমাসও চলে। যার আরো একবার প্রমাণ মিললো সিরিয়ায় ভূমিকম্প বিপর্যয়ের পর।  হাহাকারের মধ্যে জেল থেকে পালাল ২০ জনের বেশি দুর্ধর্ষ আইএস জঙ্গি।  ইসলামিক স্টেট গ্রুপের সদস্যদের একটি সূত্র এএফপিকে জানিয়েছে- উত্তর-পশ্চিম সিরিয়ার একটি কারাগারে ২০ জন বন্দি বিদ্রোহ করে সেখান থেকে পালিয়েছে।  তুর্কি সীমান্তের কাছে রাজো শহরের মিলিটারি পুলিশ কারাগারে প্রায় ২ হাজার বন্দি রয়েছে, তাদের মধ্যে প্রায় ১৩০০ আইএস যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে। কারাগারে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সদস্যরাও  রয়েছে। রাজো কারাগারের কর্মকর্তা বলেছেন- ''ভূমিকম্প আঘাত হানার পর রাজো ক্ষতিগ্রস্ত  হয় এবং বন্দিরা বিদ্রোহ শুরু করে। কারাগারের কিছু অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। প্রায় ২০ জন বন্দি পালিয়ে গেছে, যারা আইএস জঙ্গি বলে ধারণা করা হচ্ছে। ''৭.৮-মাত্রার ভূমিকম্পের পর কয়েক ডজন আফটারশক এই অঞ্চলকে বিধ্বস্ত করে দিয়েছে।

বিজ্ঞাপন
কারাগারের দেয়াল এবং দরজায়  ফাটল দেখা গেছে। বৃটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে যে তারা পালিয়ে গেছে কিনা তা যাচাই করতে পারেনি, তবে নিশ্চিত সেখানে একটি বিদ্রোহ চলছিলো । এর আগে সিরিয়ার প্রাক্তন রাজধানী রাকায় একটি নিরাপত্তা কমপ্লেক্সে হামলা চালিয়ে রাজোর কারাগার থেকে সহকর্মী জিহাদিদের মুক্তির দাবি জানিয়েছিল আইএস। ডিসেম্বরের  হামলায় ওই এলাকা নিয়ন্ত্রণকারী কুর্দি নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হন। সিরিয়ার সংঘাত ২০১১ সালে শান্তিপূর্ণ প্রতিবাদের নির্মম দমনের মাধ্যমে শুরু হয়েছিল এবং বিদেশী শক্তি ও  বিশ্বব্যাপী জিহাদিদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছিলো । যার জেরে দেশের প্রায় অর্ধ মিলিয়ন মানুষ নিহত হয়েছেন  এবং সংঘাতের জেরে দেশটির   জনসংখ্যার প্রায় অর্ধেক তাদের বাড়িঘর ছেড়ে তুরস্কে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status