কলকাতা কথকতা
মোদি: দ্য ইন্ডিয়ান কোয়েশ্চেন, এর আগে ৬টি তথ্যচিত্র নিষিদ্ধ হয়েছে ভারতে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১:২৩ অপরাহ্ন
গোধরা দাঙ্গা নিয়ে বিবিসির করা তথ্যচিত্র ঝড় তুলেছে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গোধরা দাঙ্গা নিয়ে মানসিকতা সম্পর্কে, ভারতের সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তথ্যচিত্রটিতে। ভারতে যদিও এই ছবির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, তবুও বাম ছাত্ররা কলকাতা ও ভারতজুড়ে এই ছবির প্রদর্শন করছে। ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন এবিভিপির ছাত্ররা এর প্রতিবাদ করছে। কিন্তু ভারতে এর আগে ৬টি তথ্যচিত্রের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। রমেশ শর্মার করা গুজরাট দাঙ্গার ওপর ফাইনাল সলিউশন তথ্যচিত্রটি নিষিদ্ধ হয় অটল বিহারী বাজপেয়ী সরকার ক্ষমতায় থাকার সময়। ২০০৪ সালে কংগ্রেস ক্ষমতায় এসে আবার ছবিটির প্রদর্শন শুরু করে। ২০১২ সালে নির্ভয়া কান্ড নিয়ে করা বিবিসির তথ্যচিত্র ইন্ডিয়াস ডটার নিষিদ্ধ হয় দিল্লি পুলিশের সম্পর্কে আপত্তিকর মন্তব্য থাকার জন্য। অযোধ্যা কান্ড নিয়ে আনন্দ পট্ট বর্ধন এর করা রামকে নাম তথ্যচিত্র টি নিষেধাজ্ঞার কবলে পড়ে। অশ্বিনী কুমারের ইনশাল্লাহ ফুটবলের পর নিষেধাজ্ঞায় পড়ে। এই ছবিতে দেখানো হয়েছিল কাশ্মীরের এক জঙ্গির ছেলে ফুটবল খেলতে ব্রাজিল যাচ্ছে। তাকে ভিসা পাসপোর্ট দেয়া হয়নি সে জঙ্গির ছেলে বলে। পরে অশ্বিনী কুমার ইনশাল্লাহ কাশ্মীর নামে একটি তথ্যচিত্র বানান। ক্যালকাটা ১৪৭০ নামে একটি ছবি নিষিদ্ধ হওয়ার পর ফ্যানটম ইন্ডিয়া নামের তথ্যচিত্র নিষিদ্ধ হয়। দুটি ছবিই বিবিসির বানানো। অর্থাৎ, বিবিসির তথ্যচিত্র বারবার নিষেধের আওতায় পড়েছে। শেষটি সাম্প্রতিক তথ্যচিত্রটি। ভারতীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ড এর কাঁচি কী সদাই তৎপর ভারত সম্পর্কে সত্য কথা বললেই- সেটাই লাখ টাকার প্রশ্ন।