ভারত
আদানির ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে যাবে মার্চেই
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৩ অপরাহ্ন

হিনডেনবার্গ রিসার্চ রিপোর্টে আদানি সাম্রাজ্যে ধস নামলেও এরইমধ্যে আদানিদের দ্বিতীয় প্রজন্ম উঠে এলো। মহারাষ্ট্র সরকারের অর্থনৈতিক উপদেষ্টা কমিটিতে জায়গা পেয়েছেন গৌতম আদানির প্রথম পুত্র করণ। এই কমিটিতে নিযুক্ত হয়েছেন মুকেশ আম্বানির দ্বিতীয় পুত্র অনন্তও। শিল্পে মহারাষ্ট্রের উৎকর্ষের জন্য কাজ করবে এই কমিটি। আদানিদের ধসে অবশ্য এই কারণে কোনও যতি পড়েনি। শেয়ার বাজারে তাদের পতন অব্যাহত রয়েছে। ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে আদানিদের বিরুদ্ধে। কংগ্রেস মোদি-আদানির সম্পর্কের রসায়ন নিয়ে তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। মোদি আপকো হ্যায় কৌন আন্দোলন আজও ভারতের সব জায়গায় হচ্ছে। কলকাতার এইট-বি বাসস্টেশনে আজ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস এই আন্দোলন করছে।
জানা গেছে, হিনডেনবার্গ রিপোর্ট যে তাদের টিকিটিও ছুঁতে পারেনি তার প্রমাণ দেয়ার জন্যই আদানিরা গোড্ডাকে তাদের ফ্ল্যাগশিপ প্রকল্প ধরে কাজ চালাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া দিয়ে দুটি ট্রান্সমিশন লাইনে বিদ্যুৎ যাবে সাড়ে সাতশ’ মেগাওয়াট করে। মনকষা থেকে রহনপুর পর্যন্ত নতুন ২৮ কিলোমিটারের ট্রান্সমিশন লাইন বসানো হয়েছে এই কারণে।
এদিকে আদানিদের বিরুদ্ধে হিনডেনবার্গ রিপোর্ট আদতে ভারতের ওপর আক্রমণ এই ধারণা গড়ে তোলা হচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় বীরেন্দ্র শেওয়াগ গৌতম আদানির পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, গোরাদের এই আক্রমণ ভারত বরদাশত করবে না।