প্রথম পাতা
শিশুর মতো কাঁপছিলেন এরদেম
মানবজমিন ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
ভয়ে শিশুদের মতো কাঁপছিলেন তুরস্কের গাজিয়ানতেপের ৪০ বছর বয়সী এরদেম। সোমবার ভোরের ভূমিকম্প নিয়ে বলছিলেন, ৪০ বছরের জীবনে এমন ভয়াবহ অভিজ্ঞতা কখনো হয়নি। গাজিয়ানতেপে কোনো বাড়িতে এখন আর একজন মানুষও নেই। যারা বেঁচে আছেন, তারা উদ্ভ্রান্তের মতো ছুটছেন। কেউ গাড়িতে বসে আছেন। তারা রুদ্ধশ্বাসে দালানকোঠা থেকে দূরে ছুটে যাচ্ছিলেন একটু ফাঁকা জায়গার সন্ধানে। ভূমিকম্পের সময় এবং এরপর সেখানে মানুষের মধ্যে এক উন্মাদনা কাজ করে। তারা বুঝে উঠতে পারছিলেন না, তাদের কী করা উচিত। অন্যদিকে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে সামের নামে একজন অধিবাসী তার আতঙ্কের প্রকাশ ঘটান। তিনি বলেছেন, ভূমিকম্পে ঘরের দেয়াল থেকে সব পেইন্টিং ছিটকে এসে গায়ে পড়ছিল।
বিজ্ঞাপন
মন্তব্য করুন
প্রথম পাতা থেকে আরও পড়ুন
প্রথম পাতা সর্বাধিক পঠিত
১
১ দিনের রিমান্ড/ তারাবির নামাজ থেকে তিন হাফেজসহ গ্রেপ্তার ১৬
৪
১১০০ কোটি টাকা আত্মসাৎ/ ভারত থেকেও লাপাত্তা সোহেল রানা কোথায়?
৫