খেলা
ভুটানের বিপক্ষে বড় জয়ই চায় বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ দুঃস্বপ্নের মতোই ভুটানের কাছে। দুই ম্যাচে ১৬ গোল হজম করে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। উপরন্তু কমলাপুরের মানহীন টার্ফে খেলে ভুটানের গুরুত্বপূর্ণ চার ফুটবলার এখন ইনজুরিতে । ভারত এবং নেপালের কাছে বিধ্বস্ত হওয়া দলটির বিপক্ষে নিঃসন্দেহে আজ ফেভারিট বাংলাদেশ। নেপালের বিপক্ষে জয় এবং ভারতের সঙ্গে ড্রয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার শেষ সিড়িতে শামসুন্নাহার, রুপনা চাকমারা। কমলাপুর স্টেডিয়ামে মঙ্গলবার ভুটানের সঙ্গে এক পয়েন্ট পেলেই শিরোপা মঞ্চে পা রাখবে গোলাম রব্বানী ছোটনের দল। তবে ড্র নয়, প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে ফাইনালের প্রস্তুতি সারতে চায় লাল সবুজের মেয়েরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। তার আগে বিকাল ৩টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নেপাল। এই ম্যাচে যে জিতবে তারাই পাবে ফাইনালের টিকিট।