বাংলারজমিন
সাভারে বে-ট্যানারির শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
সাভারের হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীর বে-ট্যানারির শ্রমিকরা চাকরিতে পুনর্বহালের দাবিতে কারখানার মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল থেকেই কারখানাটির বিভিন্ন ইউনিটে কর্মরত ৮০ জন শ্রমিক বে-ট্যানারি ইউনিট ২ লিমিটেড কারখানার সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, তারা গত দুই বছর যাবৎ বে-ট্যানারিতে কাজ করে আসছেন। এখানে তাদেরকে তেমন কোনো সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে না। এ ছাড়াও তাদেরকে সাপ্তাহিক ছুটি কিংবা সরকার ঘোষিত কোনো ছুটি দেয়া হতো না। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে তারা ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ায় সোমবার সকাল থেকেই হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ কর্মরত শ্রমিকদেরকে কারখানার মূল ফটকে আটকে দেয়। পরে তারা বাধ্য হয়ে কারখানাটির সামনে অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন। বে-ট্যানারির ফিনিশিং শাখার শ্রমিক সাদ্দাম হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে কারখানাটিতে নানা সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছি। কিছুদিন হলো আমরা ট্রেড ইউনিয়নের আওতাভুক্ত হয়েছি। এ ঘটনায় কারখানা কর্র্তৃপক্ষ আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে নতুন করে কন্ট্রাক্টরের মাধ্যমে শ্রমিক দিয়ে কাজ করানোর পাঁয়তারা করছে।