বিনোদন
ইউএনও সাবিলা!
স্টাফ রিপোর্টার
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
পেশায় একজন নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। সরকারি দায়িত্ব পালনে সোচ্চার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন হয়ে আসছেন সাবিলা নূর। এমনই এক চ্যালেঞ্জিং ও অসঙ্গতির গল্প উঠে আসছে অনন্য ইমন পরিচালিত ‘আপসহীনা’ নামের নাটকে। নাটকটির গল্প চিত্রনাট্য করেন মেজবাহ উদ্দিন সুমন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। ১৯৫২ এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে নির্মিত ‘আপসহীনা’ ঈদে চ্যানেল আই-এর পর্দায় প্রচার হবে।