রাজনীতি
জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে জিএম কাদেরের বাধা নেই
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৩:১৫ অপরাহ্ন
.jpeg)
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জেলা জজ আদালতের দেয়া রায় স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। রোববার বিচারপতি মো. আব্দুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জিএম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, হাইকোর্টের আদেশের পর জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে জিএম কাদেরের আর কোনো কোনো আইনি বাধা নেই।
এর আগে গত ১৯ জানুয়ারি গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে আপিল খারিজ করে দেন জেলা জজ আদালত।
পাঠকের মতামত
কাদের সাহেব সাবধানে কথা বলবেন, বেশি বাড়াবাড়ি করলে আবার নিষেধাজ্ঞা দেওয়া হবে।
এই পার্টির কৌতুক আবার এত্ত বড় শিরোনামে?
অবশেষে গৃহপালিত হয়েই থাকতে হলো
অবশেষে সমোজতা হলো।
এরশাদকে মামলার ভয় দেখিয়ে বার বার সিদ্ধান্ত বদলে বাধ্য করা হত। এখন জাপা চেয়ারম্যানের সাথে আলোচনা সমঝোতা হলে স্থগিত আদেশ বহাল অথবা স্থগিত আদেশ প্রত্যহার। চলছে সার্কাস।