ঢাকা, ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ শাবান ১৪৪৪ হিঃ

রাজনীতি

আওয়ামী লীগের সমাবেশ দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে নানক

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবারmzamin

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে গভীর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে।  বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও  নৈরাজ্য সত্ত্বেও জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের বিস্ময়! ক্ষমতার লোভে বিএনপি জামায়াতকে নিয়ে বারবার উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। কিন্তু দেশের মানুষ তাদের পাত্তা দেননি। তারা বরাবরই শেখ হাসিনার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। 
তিনি শনিবার সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপি-জামায়াতের  নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে নানক বলেন, স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত ইসলামের সন্ত্রাসীদের নিয়ে বিএনপি বারবার বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তাদের  নৈরাজ্য আর অগ্নিসন্ত্রাসের কথা মানুষ ভুলেননি। আর তাই দেশের রাজনীতি থেকে এই দু’টি দলকে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। জনসমর্থন হারিয়ে বিএনপি নেতারা আজ আবোল তাবোল বকছেন।

বিজ্ঞাপন
 
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আওয়ামী লীগের অপর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর শ্রমিক লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে দুপুরে জাহাঙ্গীর কবির নানক সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বরণ করেন। পরে তিনি ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।

 

পাঠকের মতামত

ভোটের অধিকার চাওয়া ষড়যন্ত্র হয় কি করে?

Quamrul
৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৬:১৫ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status