ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

রাজনীতি

খুলনায় বিএনপি’র বিভাগীয় সমাবেশ

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: গয়েশ্বর চন্দ্র রায়

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের বিশিষ্টজন নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। তিনি সমাবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন। দাবি আদায়ে আগামী ১১ই  ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। ঘোষিত কর্মসূচিকে সরকার পতনের এক দফার আন্দোলন হিসেবে অভিহিত করেছেন তিনি। শনিবার বিকালে খুলনায় বিএনপি’র বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
খুলনা মহানগর বিএনপি আহ্বায়ক এডভোকেট এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও এডভোকেট নিতাই রায়  চৌধুরী। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন  চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মেহেদী আহমেদ রুমী, বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যাপক  সোহরাব উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-তথ্য গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, যশোরের আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলাম প্রমুখ। 
অপরদিকে একইদিনে বিকালে নগরীর শিববাড়ী মোড়ে পাবলিক হল চত্বরে খুলনা মহানগর ও  জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ। বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু প্রমুখ।

 

বিজ্ঞাপন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status