বিনোদন
'টাইটানিক'র জ্যাকের বেঁচে থাকা উচিত ছিল!
বিনোদন ডেস্ক
(১ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন

২৫ বছর আগে একটি গল্পকে নিয়ে তৈরী হয়েছিল ‘টাইটানিক’ নামের সিনেমা। ইতিহাস সৃষ্টি করেছিল এ ছবি। ছবিটি মুক্তির পরই আলোচনা তৈরী হয়েছিল ছবিটির শেষ অংশে অভিনেতা জ্যাকের (লিওনার্দো ডিক্যাপ্রিও) মৃত্যু না হলেও চলতো। অনেকেই মনে করেন, অভিনেতা চরিত্রের প্রতি অকারণ নির্মম হয়েছেন ‘টাইটানিক’ নির্মাতা জেমস ক্যামেরন। অধিকাংশের দাবি, জ্যাককে লড়াইটুকু করার সুযোগ দেওয়া হয়নি। নিবেদিত প্রাণ সেই যুবক চরিত্রকে যেন বলি হওয়ার জন্যই তৈরি করেছিলেন পরিচালক। অভিযোগ শুনেও এত দিন মুখ খোলেননি ক্যামেরন। এত বছর পর, জীবনসায়াহ্নে এসে, তারও হয়তো আফসোস দেখা দিল। ‘অবতার ২’-এর মুক্তি এবং বিপুল জনপ্রিয়তার পর ক্যামেরন শেষমেশ অতীতবীক্ষণের পথে হাঁটলেন। এক অনুষ্ঠানে স্বীকার করলেন, সে রাতে জ্যাক প্রাণে বেঁচে যেতে পারত।