কলকাতা কথকতা
বিবিসি স্বাধীন সংবাদ সংস্থা-জানিয়ে দিল বৃটেন, আজ ভারতের সুপ্রিম কোর্টে শুনানি নিষিদ্ধ করা নিয়ে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

বিবিসি যে স্বাধীন একটি সংবাদসংস্থা এবং তাদের কাজকর্মে হস্তক্ষেপের কোনও প্রশ্নই ওঠে না- তা জানিয়ে দিল বৃটিশ সরকার। ভারতীয় প্রভাবশালী মহলের একাংশ বৃটেনের সরকারের কাছে জানতে চেয়েছিল যে গোধরা দাঙ্গায় নরেন্দ্র মোদির যোগাসাজস নিয়ে বিবিসি যে তথ্যচিত্র বানিয়েছে তাতে কেন নিষেধাজ্ঞা জারি হবে না। এই প্রশ্নের জবাবে বৃটেন সরকার স্পষ্ট নিজেদের মানসিকতা জানিয়ে দিয়েছে।
এদিকে আজ ভারতের সুপ্রিম কোর্টে বিবিসি নিয়ে মামলার শুনানি আছে। হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্ত এবং এক কৃষক নেতা বীরেন্দ্র কুমার সিং সুপ্রিম কোর্টে মামলা এনেছেন গোটা ভারতে বিবিসিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে। তাদের আবেদনে তারা বলেছেন, বিবিসি দীর্ঘদিন ধরেই ভারতবিরোধী প্রচার চালিয়ে আসছে। তাই অবিলম্বে বিবিসিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক।