ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

টঙ্গী ইজতেমার মাঠের ন্যায্য অধিকার চান সা’দ অনুসারীরা

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবারmzamin

বিশ্ব ইজতেমা মাঠ ও কাকরাইল মসজিদের ন্যায্য ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ৭ দফা দাবি নিয়ে তাবলীগ জামাতের মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীরা সাংবাদিক সম্মেলন করেছেন। গতকাল দুপুরে উত্তরার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এডভোকেট আব্দুল কুদ্দুস বাদল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মোহাম্মদ সায়েম, এডভোকেট ইউনুস মিয়া, মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, ভাই সোহেল ও আতাউল্লাহ। মাওলানা সাদ কান্ধলভী অনুসারী তাবলীগ জামাতের মুরুব্বিরা বলেন, বিশ্ব ইজতেমা ময়দান নিয়ে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন প্রশাসনের কিছু লোক। তাদের কোনো কাজ করতে দেয়া হচ্ছে না। মাওলনা জোবায়ের গ্রুপ বিদ্রোহ করে বিশ্ব তাবলীগ মারকাজ দিল্লির নিজামউদ্দিন অনুসারী মূলধারা থেকে বের হয়ে গিয়েছে। কাকরাইল মসজিদ ও বিশ্ব ইজতেমা ময়দানে তাদের কোনো বৈধতা নেই। তারা তাবলীগের শান্তিপূর্ণ পরিবেশ বার বার অশান্ত করতে চেষ্টা করছে।  

সাদ অনুসারীরা বলেন, উভয় পক্ষকে একই মাঠে ইজতেমা করতে দেয়া হলেও জোবায়ের গ্রুপকে প্যান্ডেল নির্মাণ ও খোলার অনুমতি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন
অথচ মূলধারার জামাতকে কোনো কাজ করতে দেয়া হচ্ছে না। গত ২০১৮ সাল থেকে সাদপন্থি মূলধারার ইজতেমা অনুসারীরা সরল বিশ্বাসে প্রশাসনের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করে। এরপর থেকে জোবায়েরপন্থিদের কাছে রহস্যজনকভাবে একতরফা  ইজতেমা ময়দান, ইজতেমা ময়দানের মাদ্রাসা, ইজতেমা মসজিদ ও গোডাউন ব্যবহারের জন্য দেয়া হয়েছে। বিশ্ব ইজতেমা ময়দান নিয়ে সাদ অনুসারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। দুইপক্ষের পৃথক ইজতেমায় যার যার মেহমান আসবে-এটাই স্বাভাবিক, জুবায়ের অনুসারীরা ইজতেমার দ্বিতীয় পর্বে বিশ্ব তাবলীগ আমীর মাওলানা সাদ কান্ধালভীকে না আসার দাবি জানিয়েছে। এটা তাদের রাজনৈতিক দুরভিসন্ধি ছাড়া আর কিছুই না। 

তৃতীয় পক্ষের উস্কানি, অপপ্রচার ও প্রশাসনের মধ্যে প্রভাব তৈরি করে পক্ষপাতমূলক আচরণ দুঃখজনক বলে দবি করেন সাদপন্থিরা। সাদপন্থিরা সম্মেলনে ৭ দফা দাবি উত্থাপন করেন, (১) প্রশাসনের  তদারকিতে দুই পক্ষকে প্যান্ডেল তৈরি ও খোলার দায়িত্ব অর্পন (২) কাকরাইল মসজিদ ও ইজতেমা ময়দান থেকে মাদ্রাসা অপসারন (৩) তাবলীগের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনের সহযোগিতায় নিরপেক্ষ কমিটি গঠন (৪) কাকরাইল মসজিদ দিল্লির নিজামুদ্দিনের অধীনে পরিচালিত করা (৫) দেশের সকল মসজিদে তাবলীগের কার্যক্রম পরিচালিত করা (৬) বিশ্ব ইজতেমায় সকল মুরুব্বিদের আগমন নিশ্চিত করা ও (৭) তৃতীয় পক্ষের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা।

পাঠকের মতামত

Tablig er kaz Islam er dawat dewa ,math deya ki korben..Islam er dawat er jonno dorkar Iman..mather dorkar ki.

Riaz Ahmed.
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ১১:১৫ পূর্বাহ্ন

প্রবিত্র কোরআন ও হাদিসে কোথায়ও তাবলীগ জামায়াতের এবং প্রবিত্র মসজিদে থাকা খাওয়া আরাম আয়েস করে গুমানো কোরআন ,হাদিস ইসলামে ্ধর্মিয় দৃষ্তাটিতে জায়েজ না্ই ,তাবলীগ জামায়াতের কথা উল্লেখ নাই তাইে এটা তাবলীগ জামায়াতের কার্যব করম ন্ধ হওয়া দরকার ।

এম জাহাঙ্গীর
২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১১:২৪ অপরাহ্ন

Apnader dorkar allah tayalar kaz kora,madh diya ki korben.. Allah er dayat deyar jonno to madher dorkar nai, dorkar eman er.kaw sad ponthi kaw jubair ponth, allah ponthi Kew nai.dunia te ki allah er kaz korar r kono jai ga nai.

Riaz
২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৮:১৫ অপরাহ্ন

শিরকি ইজতেমা বন্ধ করে এসব দলাদলি বন্ধ করতে হবে।

sattar
২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৭:১৯ অপরাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status