বাংলারজমিন
গভীর রাতে চবি প্রশাসনের অভিযান, ছাত্র হোস্টেলে ছাত্রী আটক
চবি প্রতিনিধি
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে গভীর রাতে পুলিশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় ছাত্র হোস্টেল থেকে এক ছাত্রীকে আটক ও স্বল্প পরিমাণ গাঁজা জব্দ করেছে প্রক্টরিয়াল বডি। গত বুধবার আনুমানিক রাত ১টার দিকে শহরে অবস্থিত শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১০৫ নম্বর কক্ষ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওই ছাত্রীকে আটক ও ১০৪ নম্বর কক্ষ থেকে গাঁজা জব্দ করা হয়। তবে গাঁজার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ বিষয়ে ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম বলেন, এক জুনিয়র মেয়েকে মেসে তুলে দেয়ার কথা ছিল। এজন্যই সে এখানে এসেছিল। গভীর রাতে অনাকাঙিক্ষত প্রক্টরিয়াল বডি তালা ভেঙে ভিতরে আসায় সে ভয় পেয়ে যায়। যেহেতু আমরা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করছি, তাই সে সামনের ১০৫ নম্বর কক্ষে ঢুকে পড়ে। পরে প্রশাসন এসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
ফাহিম আরও বলেন, গাঁজার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। প্রশাসন আমাদের আন্দোলন থামাতেই মূলত বিষয়টিকে অতিরঞ্জিত করছেন।
পাঠকের মতামত
আত্মগোপন করা আইন দ্বারা দেশ না চালিয়ে সব কিছু ওপেন করে দেওয়াই ভাল। সরকার জেনে শুনেই নাজানার ভ্যান করছে, এটা সঠিক নয় ? সরকার দলীয় ছাত্রছাত্রীরা সব সময় পুলিশ,তাদের কার্য কলাপে কেউ বাঁধা দিতে পারেনা বিধায় এসব ঘটনা হওয়া সত্বেও বিনা বিচারে ছাড় পান। তাই যদি unisex hostel করা যায় তবেই সবার জন্য ভালো হবে, পাপ কম হবে।
ছাত্র হোস্টেলে ছাত্রী আটক। শুনে মনে হলো এ যুগের সপ্তাশ্চর্যের এক আশ্চর্য ঘটনা! যে ঘটনা অহরহ ঘটছে দেশের ছাত্র ছাত্রী ঘুমানের খাবারের বিশ্রামের সব হোস্টেলে দেদারছে তা নিয়ে কোন টু শব্দ কোথাও নাই। চবি ছাত্র হোস্টেল নিয়ে প্রশাসন এত ব্যতিব্যস্ত কেন? ছাত্রলীগ আর ছাত্রীলীগ ওরা একে অপরের পরিপূরক। সহযাত্রী সমকামী সমঘুমি সমক্রামী সমবিনোদনী সমাচারী সমগামী হওয়াটা তাদের বেলায় দোষনীয় কিছুতো নয়। দোষ হতো অন্য কেউ বা কারোর বেলায় যদি তা হতো। সেটার নিন্দা আমরাও করতাম প্রশাসনও করতো দেশবাসীও করতো। কিন্ত,,৷৷৷৷
আরে ভাই ,সমকামীতার বৈধতা নেই বলেই তো বিপরীত লিঙ্গ এক সঙ্গে ছিলো।