বাংলারজমিন
গভীর রাতে চবি প্রশাসনের অভিযান, ছাত্র হোস্টেলে ছাত্রী আটক
চবি প্রতিনিধি
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে গভীর রাতে পুলিশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় ছাত্র হোস্টেল থেকে এক ছাত্রীকে আটক ও স্বল্প পরিমাণ গাঁজা জব্দ করেছে প্রক্টরিয়াল বডি। গত বুধবার আনুমানিক রাত ১টার দিকে শহরে অবস্থিত শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১০৫ নম্বর কক্ষ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওই ছাত্রীকে আটক ও ১০৪ নম্বর কক্ষ থেকে গাঁজা জব্দ করা হয়। তবে গাঁজার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ বিষয়ে ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম বলেন, এক জুনিয়র মেয়েকে মেসে তুলে দেয়ার কথা ছিল। এজন্যই সে এখানে এসেছিল। গভীর রাতে অনাকাঙিক্ষত প্রক্টরিয়াল বডি তালা ভেঙে ভিতরে আসায় সে ভয় পেয়ে যায়। যেহেতু আমরা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করছি, তাই সে সামনের ১০৫ নম্বর কক্ষে ঢুকে পড়ে। পরে প্রশাসন এসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
ফাহিম আরও বলেন, গাঁজার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। প্রশাসন আমাদের আন্দোলন থামাতেই মূলত বিষয়টিকে অতিরঞ্জিত করছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব মো. ইয়াকুব মানবজমিনকে বলেন, চারুকলা ইনস্টিটিউটের বর্তমান সমস্যায় শিক্ষার্থীরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের সহায়তায় চারুকলাতে অভিযান চালায় প্রক্টরিয়াল বডি। এ সময় ছাত্র হোস্টেলের ১০৫ নম্বর কক্ষে এক ছাত্রীকে পাওয়া যায়। যা আমরা প্রত্যাশা করিনি। যেখানে দিনের বেলা কোনো ছাত্রীর যাওয়া নিষেধ, সেখানে আনুমানিক রাত ১টার দিকে একজন ছাত্রীকে পাওয়া যায় এটা লজ্জাজনক। রাত গভীর হওয়ায় আমরা তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি। তবে পরবর্তীতে বিষয়টা নিয়ে তদন্ত করা হবে। উল্লেখ্য, গত বছরের ২রা নভেম্বর থেকে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন শুরু করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রশাসন দাবি মানতে ইতিবাচক সাড়া দিলেও পরে ২২ দফা দাবি পরিবর্তন করে হঠাৎ মূল ক্যাম্পাসে ফেরার এক দফা এক দাবিতে রূপ নেয় আন্দোলন। যা এখনো চলমান, এমনকি শিক্ষার্থীরা অনশনও করছেন।