বিনোদন
তিশার ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি আজ
স্টাফ রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
স্বদেশের স্বাধীনতার জন্য চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান তার ঘটনায় নির্মিত সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’র ওপর তৈরি হয়েছে সিনেমা। নাম ‘বীরকন্যা প্রীতিলতা’। এ ছবিটি মুক্তি পাচ্ছে আজ। ছবিতে বীরকন্যার ভূমিকায় দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। আজ থেকে দেশের মোট ৫টি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়। ছবিটি নিয়ে তিশা বলেন, ‘বীরকন্যা প্রীতিলতা’ ইতিহাসের কথা বলবে। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকল শ্রেণির মানুষের কাছে অনুরোধ সিনেমাটি দেখার। কারণ অনেক অজানা তথ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে সিনেমাটি।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]