ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থী নিখোঁজ

তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

স্টাফ রিপোর্টার
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
mzamin

ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী আবু আসিফের নিখোঁজের ঘটনার সত্য উদ্‌ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। সোমবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি। রাশেদা সুলতানা বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসারকে তদন্ত করে  রিপোর্ট দিতে বলা হয়েছে। এই ঘটনাটা আসলে কী? সত্যতা কতোটুকু-বিষয়টি তারা দেখবে। এ ছাড়া কমিশন থেকে ওখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে অতিদ্রুত ওনাকে উদ্ধার করার নির্দেশনা দেয়া হয়েছে। ওনাকে তারা উদ্ধার করতে পারবে না, এমনটা আমরা বিশ্বাস করি না। নির্বাচনের আগেই যদি উদ্‌ঘাটন করা যায় তাহলে ভালো হয়। কমিশন নিজে গিয়ে তো তাকে ধরে আনতে পারবে না। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের হাতে যেসব ইভিএম আছে, তা দিয়েই ভোট করবো।

বিজ্ঞাপন
অনেক সময় আছে। বর্তমানে কতোগুলো ইভিএম মেশিন ভালো সেটি দেখা হচ্ছে। এক্ষেত্রে ৫০ থেকে ৭০টি আসন, এমন একটি ফিগার হতে পারে।  নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের আগ্রহের কথা জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ভোটে সিসি ক্যামেরা হলে ভালো হয়। আমাদের জন্য ভালো হয়। আপনাদের জন্য ভালো হয়। ভোটারদের জন্যও ভালো হয়। আমরা তো চাইবো ভালোটার দিকে, খারাপের দিকে যেতে চাইবো না। কমিশন চাইলে নিজে নিজে তো করতে পারবে না। সবকিছু মিলিয়ে পরিবেশ পরিস্থিতি যদি পারমিট করে আমরা অবশ্যই সিসি ক্যামেরা ব্যবহার করবো।  তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা দিয়ে ভোট করা হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আইনে কোথাও বলা নেই, সিসি ক্যামেরা ব্যবহার করতেই হবে। আমরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছি। সিসি ক্যামেরার একটা ইফেকটিভ রেজাল্ট আছে। ব্যবহার করতে চাইলে একটা বড় বাজেট লাগবে। তিন শ’ আসন একটা ম্যানেজমেন্ট বা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। সেটা কীভাবে করা যায়, আদৌ সম্ভব কিনা, করলে কতোটুকু করা যায়-এ বিষয় নিয়ে আমরা এক ধরনের আলোচনা করে আসছি। আগামীকাল বুধবার ৬ আসনের উপনির্বাচন প্রসঙ্গে রাশেদা সুলতানা বলেন, নির্বাচনী প্রচার প্রচারণা প্রার্থীরা তাদের মতো করে গেছেন। ভোটের সব প্রস্তুতি শেষ। ইভিএমে ভোট হবে, মেশিন প্রস্তুত। মেশিন যা দরকার তার চেয়ে দেড়গুণ বেশি দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু সম্ভব রক্ষা করার জন্য নির্দেশনা দেয়া আছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থাও নেয়া হয়েছে।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status