প্রথম পাতা
ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থী নিখোঁজ
তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের
স্টাফ রিপোর্টার
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী আবু আসিফের নিখোঁজের ঘটনার সত্য উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। সোমবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি। রাশেদা সুলতানা বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসারকে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই ঘটনাটা আসলে কী? সত্যতা কতোটুকু-বিষয়টি তারা দেখবে। এ ছাড়া কমিশন থেকে ওখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে অতিদ্রুত ওনাকে উদ্ধার করার নির্দেশনা দেয়া হয়েছে। ওনাকে তারা উদ্ধার করতে পারবে না, এমনটা আমরা বিশ্বাস করি না। নির্বাচনের আগেই যদি উদ্ঘাটন করা যায় তাহলে ভালো হয়। কমিশন নিজে গিয়ে তো তাকে ধরে আনতে পারবে না। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের হাতে যেসব ইভিএম আছে, তা দিয়েই ভোট করবো।