খেলা
কেন শিরোপা উদ্যাপন করতে চান না জকোভিচ?
স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
স্টেফানোস সিৎসিপাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন নোভাক জকোভিচ। পুরুষ এককে সর্র্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদালকে স্পর্শ করেন। ২২তম গ্র্যান্ড স্লাম জয়ের উদ্যাপনটা কেমন হবে সার্বিয়ান টেনিস সুপারস্টারের? জোকার জানালেন, এখনই নয়। ইউরোপ সেরা হয়েই জমজমাট সেলিব্রেশন করতে চান তিনি। শনিবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে গ্রিক তারকা স্টেফানোস সিৎসিপাসকে ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) গেমে হারান নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের রাজাকে প্রশ্ন করা হয় শিরোপা জয় কীভাবে উদ্যাপন করবেন তিনি? মজার ছলে জকোভিচ উত্তর দেন, ‘মিডিয়া এবং ডোপ কন্ট্রোল করার মাধ্যমে।’ ডোপ কন্ট্রোলের ব্যাখ্যা অবশ্য দেননি তিনি। মাসখানেক পরই দুবাই টুর্নামেন্টে অংশ নেবেন নোভাক জকোভিচ। তার প্রস্তুতির জন্যই মূলত সেলিব্রেশনের সময় পাচ্ছেন না তিনি। জোকার বলেন, ‘আসলে মন মতো উদ্যাপনের সুযোগটা আমার নেই। আমি মনে করি, ইউরোপে সেটা হতে পারে।