ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

কেন শিরোপা উদ্‌যাপন করতে চান না জকোভিচ?

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারmzamin

স্টেফানোস সিৎসিপাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন নোভাক জকোভিচ। পুরুষ এককে সর্র্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদালকে স্পর্শ করেন। ২২তম গ্র্যান্ড স্লাম জয়ের উদ্‌যাপনটা কেমন হবে সার্বিয়ান টেনিস সুপারস্টারের? জোকার জানালেন, এখনই নয়। ইউরোপ সেরা হয়েই জমজমাট সেলিব্রেশন করতে চান তিনি। শনিবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে গ্রিক তারকা স্টেফানোস সিৎসিপাসকে ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) গেমে হারান নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের রাজাকে প্রশ্ন করা হয় শিরোপা জয় কীভাবে উদ্‌যাপন করবেন তিনি? মজার ছলে জকোভিচ উত্তর দেন, ‘মিডিয়া এবং ডোপ কন্ট্রোল করার মাধ্যমে।’ ডোপ কন্ট্রোলের ব্যাখ্যা অবশ্য দেননি তিনি। মাসখানেক পরই দুবাই টুর্নামেন্টে অংশ নেবেন নোভাক জকোভিচ। তার প্রস্তুতির জন্যই মূলত সেলিব্রেশনের সময় পাচ্ছেন না তিনি। জোকার বলেন, ‘আসলে মন মতো উদ্‌যাপনের সুযোগটা আমার নেই। আমি মনে করি, ইউরোপে সেটা হতে পারে।

বিজ্ঞাপন
তাছাড়া আমি দুবাই টুর্নামেন্টে সই করেছি। মাসখানেক পরই শুরু হবে তা।’ ইউরোপ বলতে কী বুঝিয়েছেন জকোভিচ? বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন আয়োজন হয় ইউরোপে। আর রোলা গ্যাঁরো শুরু হবে আগামী মে মাসে। ইউরোপে অনুষ্ঠিতব্য আরেকটি গ্র্যান্ড স্লাম হলো,  উইম্বলডন। লন্ডনে আয়োজিত টেনিস টুর্নামেন্টটি হবে আগামী জুলাইয়ে। নিকটতম টুর্নামেন্ট- ফ্রেঞ্চ ওপেন জিতেই হয়তো জোড়া সেলিব্রেশনের আগাম বার্তা দিয়ে রাখলেন জকোভিচ। দুবাইয়ে টুর্নামেন্ট খেলার কথা জানালেও জকোভিচ শঙ্কায় রয়েছেন তাতে অংশ নিতে পারবেন কি না। কারণ ইনজুরিতে ভুগছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়েই চ্যাম্পিয়ন হন তিনি। জকোভিচ বলেন, ‘আমি আসলে নিশ্চিত নই। সামনের কিছুদিন আমি কিছু মেডিকেল চেকাপ করাবো। এরপর মেডিকেল টিমের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো। দেখা যাক কী হয়। আশা করছি, শিগগির কোর্টে ফিরতে পারব।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status