ঢাকা, ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বাভুমার সেঞ্চুরিতে রেকর্ডগড়া জয় দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারmzamin

আগে ব্যাটিংয়ে নেমে বেধড়ক পেটান ইংলিশ ব্যাটাররা। হ্যারি ব্রুক-জস বাটলারদের তাণ্ডবে ইংল্যান্ডের রান দাঁড়ায় প্রায় সাড়ে তিনশো। তবে পাহাড়সম টার্গেটে ভয় পায়নি দক্ষিণ আফ্রিকাও। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান টেম্বা বাভুমা। প্রোটিয়া ব্যাটারের নৈপুণ্যে ৫ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে একটি নজির গড়েছে প্রোটিয়ারা। রোববার দক্ষিণ আফ্রিকার রাজধানী ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভাল স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৩৪২ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই মাঠে ওয়ানডেতে প্রথমবার তিনশো’র বেশি রান তাড়ায় জিতলো কোনো দল। আগের সর্বোচ্চ রান চেজ করার রেকর্ডটিও ছিল দক্ষিণ আফ্রিকার।

বিজ্ঞাপন
২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটের জয় পেয়েছিল প্রোটিয়ারা। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৭৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ২৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১ রান করে আউট হন ওপেনার কুইন্টন ডি কক। দ্বিতীয় উইকেটে রাসি ভ্যান ডার ডুসেনকে নিয়ে দলীয় সংগ্রহে ৯৭ রান যোগ করেন আউট হন ওপেনার টেম্বা বাভুমা। সাজঘরে ফেরার আগে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকান তিনি। ২০১ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১০৯ রান করে ম্যাচসেরা হন বাভুমা। ৩৮ বলে ৩৮ রান করেন ভ্যান ডার ডুসেন। হেনরিখ ক্লাসেন ফেরেন ২৭ রানে। এইডেন মারক্রামের সংগ্রহ ৪৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৯ রান। শেষে ৩৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫৮* রান করেন ডেভিড মিলার। ৩২ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন মার্কো জেনসেন। ইংল্যান্ডের ওলি স্টোন ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান স্যাম কারেন। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় দলটি। মাত্র ৯ রান করে লুঙ্গি এনগিডির শিকার হন ওপেনার জেসন রয়। প্রথম তিন ব্যাটারের মধ্যে সর্বোচ্চ রান বেন ডাকেটের। ৩২ বলে ২০ রান করেন তিনি। আরেক ওপেনার ডেভিড মালান করেন ১২ রান। ৮২ রানে তিন উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও অধিনায়ক জস বাটলার। দুই ব্যাটার মিলে দলীয় সংগ্রহে ৭০ রান যোগ করেন। ৭৫ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮০ রান করেন ব্রুক। ৮১ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক বাটলার। এই দুই ব্যাটার ছাড়া ফিফটি হাঁকান মঈন আলীও। ৪৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫১ রান করেন তিনি। এছাড়া স্যাম কারেন ২৮ এবং ক্রিস ওকস ১৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নর্খিয়ে ৯ ওভারে ৬৪ রান দিয়ে ২ উইকেট নেন।   এই জয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত হলো দক্ষিণ আফ্রিকার। সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২৭ রানে হারিয়েছিল প্রোটিয়ারা। আগামীকাল হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড।

খেলা থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status