খেলা
বাভুমার সেঞ্চুরিতে রেকর্ডগড়া জয় দক্ষিণ আফ্রিকার
স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
আগে ব্যাটিংয়ে নেমে বেধড়ক পেটান ইংলিশ ব্যাটাররা। হ্যারি ব্রুক-জস বাটলারদের তাণ্ডবে ইংল্যান্ডের রান দাঁড়ায় প্রায় সাড়ে তিনশো। তবে পাহাড়সম টার্গেটে ভয় পায়নি দক্ষিণ আফ্রিকাও। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান টেম্বা বাভুমা। প্রোটিয়া ব্যাটারের নৈপুণ্যে ৫ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে একটি নজির গড়েছে প্রোটিয়ারা। রোববার দক্ষিণ আফ্রিকার রাজধানী ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভাল স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৩৪২ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই মাঠে ওয়ানডেতে প্রথমবার তিনশো’র বেশি রান তাড়ায় জিতলো কোনো দল। আগের সর্বোচ্চ রান চেজ করার রেকর্ডটিও ছিল দক্ষিণ আফ্রিকার।
বিজ্ঞাপন