খেলা
‘মৌসুমসেরা’ পারফরম্যান্সেও জয় পেলো না রিয়াল
স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
বল দখল কিংবা আক্রমণ- দুই বিভাগেই রিয়াল সোসিয়েদাদের ওপর আধিপত্য বিস্তার করে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের গোলমুখী প্রচেষ্টা ছিল ২০টি। বিপরীতে সোসিয়েদাদকে মাত্র ৮টি শট নিতে দেয় কার্লো আনচেলত্তির দল। সোসিয়েদাদের বিপক্ষে শিষ্যদের দাপুটে পারফরম্যান্সকে ‘মৌসুমসেরা’ মানছেন রিয়ালের এই ইতালিয়ান ম্যানেজার। যদিও সেরা পারফরম্যান্সে জয়টা পায়নি লস ব্লাঙ্কোরা। রোববার স্প্যানিশ লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করে স্বাগতিক রিয়াল। বিশ্বকাপ বিরতির পর থেকে নিজেদের হারিয়ে খুঁজছে রিয়াল মাদ্রিদ। তাদের পারফরম্যান্সের নেই কোনো ধারাবাহিকতা। স্প্যানিশ লা লিগায় সবশেষ ৭ ম্যাচে মাত্র ৩ জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সোসিয়েদাদের কাছে পয়েন্ট হারালেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।