বাংলারজমিন
চাচা ও মামাতো ভাইকে নিয়োগ দিতে...
উত্তরাঞ্চল প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারচাচা ও মামাতো ভাইকে চাকরিতে নিয়োগ দিতে অধ্যক্ষকে বাধ্য করার ঘটনায় পলাশবাড়ীর মাঠেরহাট এলাকায় তোলপাড় শুরু হয়েছে। পরে পুলিশি হস্তক্ষেপে ত্রিপক্ষীয় গোলমালের সুরাহা হয়। গতকাল দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মাঠেরহাট আবু বক্কর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান সরকার সাংবাদিকদের কাছে একথা বলেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ওই মাদ্রাসায় গত ২৭শে জানুয়ারি অফিস সহকারী কাম হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ ২টি শূন্যপদে লোক নিয়োগ পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে এলাকার নাজমুল হক প্রধান তার লোকজন নিয়ে এসে অধ্যক্ষর কক্ষে হামলা চালায়। এ সময় নাজমুল হক প্রধান বলেন, তার চাচা মাহমুদুল হক ও মামাতো ভাই হাফিজুর রহমানকে নিয়োগ দিতে হবে। নইলে খবর আছে। এতে অধ্যক্ষ রাজী না হওয়ায় মাদ্রাসা কমিটি, মাদ্রাসা শিক্ষক ও নাজমুল হক প্রধানের লোকজনের মধ্যে ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় ঘটনা নিয়ন্ত্রণে আসে। স্থগিত করা হয় শূন্যপদে নিয়োগ পরীক্ষা। এ বিষয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় গতকাল এই সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা তুলে ধরেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন বলেন, লোক নিয়োগে চাপ প্রয়োগ করা ও অধ্যক্ষের উপর হামলার ঘটনা নিয়ন্ত্রণ করতে পুলিশের সহযোগিতা নেয়া হয় এবং নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।