ঢাকা, ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ শাবান ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

দোহারে শীতকালীন পিঠা উৎসব

দোহার (ঢাকা) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারmzamin

ঢাকার দোহার উপজেলা ও পৌরসভার আয়োজনে সোমবার সকাল থেকে চলছে শীতকালীন পিঠা উৎসব। আবহমান গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। একদিনের পিঠা উৎসবে প্রায় ২৫টি স্টল ছিল বিভিন্ন পিঠাপুলিতে সমৃদ্ধ। একসঙ্গে এত ধরনের পিঠার সঙ্গে পরিচিত হতে পেরে খুশি দোহার পৌরসভাসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরাও। লোভনীয় নানা রকমের পিঠার স্বাদ নিতে ভুল করেননি অনুষ্ঠানের অতিথিসহ দর্শনার্থীরা। হৃদয় হরণ, চালতা পাতা, মুকসালা, দুধপুলি, গোলাপ, মালপোয়া, চিতই, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা, ভাপা পাকনসহ নানা নামের বাহারী সব পিঠা যেন পৌরসভার কার্যালয়ের আঙ্গিনাকে করে তুলেছিল ভোজনরসিক পিঠাপ্রেমীদের রসনা বিলাসের একটি দিন। এমন আয়োজন অব্যাহত থাকবে প্রতিবছর আর নতুন প্রজন্মের কাছে হবে তাদের ভবিষ্যৎ প্রজন্মের ঐতিহ্যের বার্তা এমনটাই প্রত্যাশা সবার। দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসব উদ্বোধন করেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা  মোবাশ্বের আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, দোহার থানার ওসি তদন্ত আজহারুল ইসলাম, দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, সচিব নাসরিন জাহান সহ দোহার পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সুধী সমাজের অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status