বিনোদন
ওটিটি প্ল্যাটফরমেই ব্যস্ত হচ্ছেন মেহজাবিন
স্টাফ রিপোর্টার
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
বর্তমান সময়ের নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। টেলিভিশন অথবা অনলাইন মাধ্যম সবখানেই তার বিচরণ লক্ষ্য করা যায়। আর যেখানেই কাজ করেছেন সেখানেই সফলতা পেয়েছেন তিনি। তবে এবার তার ভক্তদের জন্য সামান্য দুঃখের সংবাদ এলো। তিনি জানালেন, নাটকের কাজ কমিয়ে দিচ্ছেন। আবার স্বস্তির খবর হলো ওটিটি প্ল্যাটফরমেই বেশি ব্যস্ত হচ্ছেন এ তারকা। রোববার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে নিজের অভিনীত ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজের প্রিমিয়ারে এমনটা জানান মেহজাবিন। এ তারকা বলেন, আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি। আমি নাটকেরই মেয়ে। মনেরমতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করবো।
বিজ্ঞাপন