ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

ভালোবাসার জবাব দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
mzamin

বক্স অফিসে ‘পাঠান’ ঝড়। একের পর এক নজির গড়ছে এই ছবি। মাত্র পাঁচদিনেই চারশ’ কোটির গণ্ডি পেরিয়ে গেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। কিন্তু অপেক্ষা ছিল একজনের, তিনি শাহরুখ খান। রোববার মান্নাতের বাইরে ভিড় জমতে শুরু করে সন্ধ্যা থেকেই। একে তো ছুটির দিন, তার উপর তার ছবি সদ্য প্রথম ভারতীয় ছবি যা ৪ দিনে ৪০০ কোটি ছোঁয়ার তকমা পেয়েছে। তাই মান্নাতের বাইরে শাহরুখ অনুরাগীদের উৎসবের মেজাজ। যত সময় গড়িয়েছে সেই উচ্ছ্বাস যেন বেড়েই চলেছে। অবশেষে মান্নাতের ছাদে এলেন অনুরাগীদের বলিউড বাদশাহ। ততক্ষণে শাহরুখের বাড়ির সামনে থিকথিক করছে ভিড়। তিনি এসেই ভালোবাসার জবাব দিলেন নিজ ভঙ্গিমায়। করজোড়ে ধন্যবাদ জানালেন, কখনো আবার চুমু ছুড়লেন অনুরাগীদের উদ্দেশে। অন্যদিকে, এই ছবির নায়িক দীপিকা পাড়ুকোনকে দেখা গেল মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে। তবে এক ঝলক দেখে চেনা দায় যে, তিনি দীপিকা! আপাদমস্তক কালোয় ঢেকে বেরিয়েছিলেন তিনি। ‘পাঠান’ ছবির দুই তারকা একইদিনই অনুরাগীদের মাঝে। মান্নাতের ছাদে যখন শাহরুখ এলেন, তার পরনে ছিল কালো শার্ট, কালো ডেনিম, মাথায় ফেট্টি। অন্যদিকে, মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের বিখ্যাত প্রেক্ষাগৃহ গ্যালাক্সিতে দীপিকা এলেন আপাদমস্তক কালো পোশাকে ঢেকে। প্রায় চেনাই দায়। এদিন দু’হাত খুলে নিজের সেই বিখ্যাত পোজ দেন বাদশা। ‘ঝুমে জো পাঠান’-এর হুক স্টেপে পা মেলালেন তিনি। ততক্ষণ শুধুই ‘শাহরুখ শাহরুখ’ ধ্বনিতে গমগম করছে গোটা চত্বর।

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status