বিনোদন
ভালোবাসার জবাব দিলেন শাহরুখ
বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
বক্স অফিসে ‘পাঠান’ ঝড়। একের পর এক নজির গড়ছে এই ছবি। মাত্র পাঁচদিনেই চারশ’ কোটির গণ্ডি পেরিয়ে গেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। কিন্তু অপেক্ষা ছিল একজনের, তিনি শাহরুখ খান। রোববার মান্নাতের বাইরে ভিড় জমতে শুরু করে সন্ধ্যা থেকেই। একে তো ছুটির দিন, তার উপর তার ছবি সদ্য প্রথম ভারতীয় ছবি যা ৪ দিনে ৪০০ কোটি ছোঁয়ার তকমা পেয়েছে। তাই মান্নাতের বাইরে শাহরুখ অনুরাগীদের উৎসবের মেজাজ। যত সময় গড়িয়েছে সেই উচ্ছ্বাস যেন বেড়েই চলেছে। অবশেষে মান্নাতের ছাদে এলেন অনুরাগীদের বলিউড বাদশাহ। ততক্ষণে শাহরুখের বাড়ির সামনে থিকথিক করছে ভিড়।
বিজ্ঞাপন