ভারত
দুদশকে ভারতে সবচেয়ে বেশি ফাঁসি হয়েছে ২০২২ সালে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার, ১১:৩৪ পূর্বাহ্ন

অহিংসা তার কাছে ছিল পরমধর্ম। সেই মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে সোমবার প্রকাশিত হলো ডেথ পেনাল্টিস ইন ইন্ডিয়া, ২০২২-এ স্ট্যাটিসটিক্স সমীক্ষাটি। এই সমীক্ষায় দেখা যাচ্ছে- দু’দশকের মধ্যে ২০২২-এ ভারতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সংখ্যা সবথেকে বেশি। ফাঁসি হয়েছে এই বছর ১৬৫ জনের। এরমধ্যে ২০০৮ সালে আহমেদাবাদে সিরিয়াল বোমা বিস্ফোরণে অভিযুক্ত ৩৮ জনও আছে। এই ১৬৫’র তিন ভাগের একভাগ যৌন অপরাধী। আরও ৫৩৯ জন ফাঁসির গালপ-এর অপেক্ষায়। ২০১৬’র ডিসেম্বরে সংখ্যাটি ছিল ৪০০। ’২২-এর ডিসেম্বরে তা বেড়ে ৫৩৯ হয়েছে। ২০২১ সালে ভারতে ফাঁসি হয়েছিল ১৪৬ জনের। ২০১৬ সালে যে ১৫৩ জনের ফাঁসি হয়েছিল তার মধ্যে ২৭ জন অর্থাৎ ১৭ দশমিক ৮ শতাংশ যৌন অপরাধী ছিল। অনুপাতটি ২০২২-এ বেড়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারতে যৌন অপরাধের সংখ্যা বাড়