ঢাকা, ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ শাবান ১৪৪৪ হিঃ

বিনোদন

হিরো আলমের সঙ্গে নির্বাচনী প্রচারণায় মুনমুন

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৩, রবিবার, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩২ পূর্বাহ্ন

mzamin

সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত নাম হিরো আলম। তবে অভিনয়ের পাশাপাশি তিনি নাম লিখিয়েছেন রাজনীতিতেও। গতবারের মতো এবারো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। বগুড়ার উপ-নির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন হিরো আলম। আর এবার তার পাশে দাড়ালেন এবং একতারা প্রতীকে ভোট চাইলেন আলোচিত চিত্রনায়িকা মুনমুন। সম্প্রতি নির্বাচনী এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায় মুনমুনকে। এ নায়িকা শহরের সাতমাথায় গভীর রাতে প্রচারণা চালান। একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চিত্রনায়িকা মুনমুন বলেন, উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো আলম স্নেহের ছোট ভাই। ও বলল , আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান।

বিজ্ঞাপন
ওর কথা ফেলতে পারিনি। ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি। হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। প্রান্তিক মানুষের কষ্ট সে ভালোভাবে বোঝে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়ন হবে। হিরো আলম বলেন, ভোটারদের চমক দেখাতে মুনমুন আপুর পাশাপাশি রাতে বগুড়া-৬ আসনে চিত্রনায়িকা জেসমিন, নাসরিন, অভিনেতা কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পীই ভোট চেয়েছেন। জয়ের ব্যাপারে আমার আস্থা এখনো বিদ্যমান।

পাঠকের মতামত

ভাইরে, স্টান্টবাজী আর বাস্তবতার মধ্যে যে অনেক ফারাক। বগুড়ার দুই আসনে কেন্দ্র আছে মোট ২৮৯ টা। এখানে পোলিং এজেন্ট লাগবে কমপক্ষে ১,২০০ জন। অনেক বড় বড় রাজনৈতিক দল শুধু পোলিং এজেন্ট জোগাড় করতেই হিমশিম খেয়ে যায় সেখানে তো হিরো আলমের তো কোন সাংগঠনিক ভিত্তিই নাই। হয়তো অতি উৎসাহী কিছু মানুষ ভোট তাকে দিলেও দিতে পারে। কিন্তু ভোটে জেতা আরেক ব্যাপার।

Tulip
২৯ জানুয়ারি ২০২৩, রবিবার, ১০:২৫ পূর্বাহ্ন

মাত্র ২টি আসনে নির্বাচন। এই নির্বাচন যেন প্রশাসনের প্রভাব মুক্ত হয়, কালো টাকা ও জোর জবরদস্তি মুক্ত হয় এবং স্বচ্ছ হয়, নির্বাচন কমিশনকে এই বিষয়ে অত্যন্ত শক্ত ভুমিকা রাখতে হবে।

Ehsanul Habib
২৯ জানুয়ারি ২০২৩, রবিবার, ১০:০১ পূর্বাহ্ন

সবাইর দলবল নিরবিশেষে হিরো আলমকে সাহায্য করার জন্য এগিয়ে আসা উচিত। এদেশে শিক্ষিত, ধনী শ্রেণীর লোকজনের দরকার নেই হিরো আলমের ? কারণ শিক্ষিত লোক বা যারা ধনী তারা কখনও একজন সংসদ সদস্যের সরণাপন্ন হোন না । তাই হিরো আলম সংসদে গেলে বা না গেলে তাদের কিছুই আসে যায় না ? এককালে যেমন ছিল সংসদের শোভা তিরিশ সেট অলঙ্কার, এখন হবে হিরো আলম সংসদের অলঙ্কার। এটাই জনগন চায়।

khokon
২৯ জানুয়ারি ২০২৩, রবিবার, ৫:৫০ পূর্বাহ্ন

এটা আমেরিকা বা ইউরোপ নয়, এটাবাংলাদেশ, হিরু আলম ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা আমার সন্দহে হয়। আমাদের এদেশে কে কার পোলা, কে ফকিন্নি এসব নিয়ে চর্চা চলে।

Faiz Ahmed
২৯ জানুয়ারি ২০২৩, রবিবার, ২:১০ পূর্বাহ্ন

১০০% নিরেপেক্ষ নির্বাচন হলে হিরো আলম তার এই দুটি আসন হতে জয়লাভ শতভাগ নিশ্চত। শুধু তাই নয় প্রতিপক্ষ আওয়ামী প্রার্থীদ্বয় তাদের জামানত হারাবে এটাও শতভাগ নিশ্চত।

আজমল হোসেন
২৯ জানুয়ারি ২০২৩, রবিবার, ১:৩৬ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status