ভারত
রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেনের নাম বদলে দিলেন মোদি
বিশেষ সংবাদদাতা
(১ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৩, রবিবার, ১১:৪৬ পূর্বাহ্ন

এর আগে মোগলসরাই স্টেশন এর নাম বদলে নতুন নাম রাখা হয়- দীনদয়াল উপাধায় স্টেশন। এলাহাবাদ স্টেশন এর নাম হয় প্রয়াগরাজ। আর এবার মোদি সরকার বদলে দিলো বহু ঐতিহ্যবাহী রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেনের নাম। আজদি কা অমৃত মহোৎসবের সঙ্গে মিলিয়ে বাগানটির নতুন নামকরণ হলো অমৃত উদ্যান। মোদি সরকার এই দেশে ইসলামিক সংস্কৃতির স্মারক কিছু রাখতে চায় না। তাই, এই নাম বদল বলে জানা গেছে। পনেরো একরের মোগল গার্ডেন বিশ্বের অনন্য উদ্যানগুলির অন্যতম। বহু বিরল ফুলের গাছ এখানে আছে। আছে মওসুমি ফুলও। মোগল গার্ডেনের গোলাপ খুব বিখ্যাত।
বিজ্ঞাপন