ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ক্যারিবীয় ক্রিকেটের নতুন দায়িত্বে লারা

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, রবিবার
mzamin

ভাগ্য ফেরাতে ব্রায়ান লারার শরণাপন্ন হলো ক্যারিবীয় বোর্ড- ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। কিংবদন্তির এই ব্যাটসম্যানকে পারফরম্যান্স মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের সব সংস্করণের জাতীয় দল এবং বোর্ডের একাডেমির সঙ্গে কাজ করবেন লারা। সিডব্লিউআই বিবৃতিতে জানায়, হেড কোচদের সহায়তা করার পাশাপাশি ক্রিকেটারদের কৌশলগত পরামর্শ দেবেন তিনি। একই সঙ্গে আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্টের কৌশলগত পরিকল্পনায় ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামসের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করবেন লারা। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত লারা বলেন, ‘অস্ট্রেলিয়ায় খেলোয়াড় ও কোচদের সঙ্গে সময় কাটিয়ে এবং সিডব্লিউআই-এর সঙ্গে আলোচনার পর, সত্যিই বিশ্বাস করি যে ক্রিকেটারদের খেলার প্রতি মানসিক দৃষ্টিভঙ্গি এবং তাদের কৌশলগুলোকে আরও সফল করতে সাহায্য করতে পারবো।’ লারার প্রথম কাজ ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডের সঙ্গে। এরই মধ্যে জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আগামী ৪ঠা ফেব্রুয়ারি শুরু হচ্ছে দুই দলের প্রথম টেস্ট। ক্যারিবিয়ানদের এই ম্যাচের প্রস্তুতিতে সাহায্য করবেন লারা। এর আগে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন
গত মাসে নিজেদের সবশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে স্রেফ উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের সিরিজে হয়েছিল হোয়াইটওয়াশ। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্ব থেকে ছিটকে পড়ে তারা। অস্ট্রেলিয়া আসরে ওয়েস্ট ইন্ডিজের বাজে পারফরম্যান্স পর্যালোচনার জন্য সিডব্লিউআই নিযুক্ত করা রিভিউ প্যানেলে ছিলেন লারাও। বিভিন্ন দলের সঙ্গে কতদিন কাজ করবেন লারা, তা নিশ্চিত করেনি ক্যারিবিয়ান বোর্ড। চলতি বছর অক্টোবরে ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এরপর ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ক্যারিবী দ্বীপপুঞ্জে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।     নজ দেশের ক্রিকেটের দায়িত্বের মাঝে ভারতীয় টুর্নামেন্ট আইপিএলেও কাজ করবেন লারা। ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের আসছে আসরে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। গত সেপ্টেম্বরে টম মুডির স্থলাভিষিক্ত হন লারা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status