ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

চলতি দলবদলের সবচেয়ে দামি খেলোয়াড় মুদরিকের অজানা গল্প

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩, শনিবার
mzamin

কাতার বিশ্বকাপে ছন্দ দেখিয়ে নামিদামি ক্লাবের চোখে পড়েছেন অনেক খেলোয়াড়। নেদারল্যান্ডসের কোডি গ্যাকপোকে ভিড়িয়েছে লিভারপুল। আরেক ডাচ তারকা ভাউট ভেগোর্স্ট যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে বিশ্বকাপে অংশ না নিয়েও নজরে এসেছেন ইউক্রেনিয়ান ফুটবলার মিখাইলো মুদরিক। শাখতার দোনেস্ক উইঙ্গারকে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে টেনেছে চেলসি। চলতি ট্রান্সফার উইন্ডোতে এখন পর্যন্ত যা সর্বোচ্চ। দলবদলের সবচেয়ে দামি খেলোয়াড় মুদরিকের এক ভিন্ন গল্প রয়েছে। মিখাইলো মুদরিকের ঘাড়ে ট্যাট্টু করে লেখা ‘শুধুই যীশু’, হাতে লেখা ‘যীশু আমার বন্ধু’। খ্রিষ্টান ধর্মাবলম্বী ফুটবলার অনুসারী মদরিকের শরীরে যীশু খ্রীষ্টের ছবি থাকাটা অস্বাভাবিক কিছু না। তবে ভিন্ন এক কারণে খ্রিষ্টানদের ঈশ্বরের ছবি আঁকিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
সেই ঘটনা তুলে ধরেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘লাইফবোগার’। ইউরোপিয়ান ফুটবলারদের জীবনের অজানা গল্প তুলে ধরা ওয়েবসাইটটি জানায়, ছোটবেলায় অন্ধকারকে ভয় পেতেন মুদরিক। চোখ বুজলে দেখতেন ভয়ঙ্কর সব স্বপ্ন। নাতির ভয় দূর করতে মিখাইলোর রুমে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল রাখেন তার দাদি। ঘুমের আগে ক্রুস চিহ্ন অঙ্কনের পরামর্শ দেন মুদরিককে। মূলত ভয় দূর করতেই যীশু খ্রিস্টের ছবি অঙ্কন করান মিখাইলো মুদরিক। ২২ বছর বয়সী মিখাইলো মুদরিকের সিনিয়র ফুটবল ক্যারিয়ার শুরু হয় ২০১৮ সালে। ইউক্রেনিয়ান ফুটবল ক্লাব শাখতার দানেস্কে যোগ দেন তিনি। ২০২৩ সাল পর্যন্ত দলটির হয়ে ২৯ ম্যাচ খেলে ৯ গোল করেন মুদরিক। মাঝে দুই মৌসুম ভিন্ন দুটি ক্লাবে খেলেন তিনি। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানাচ্ছে, ৬২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছেন মিখাইলো। বেতন-বোনাস মিলিয়ে যা দাঁড়াবে ৮৮ মিলিয়ন পাউন্ড।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status