ভারত
ভারতে আটা-ময়দার দাম ১০ বছরের মধ্যে সর্বোচ্চ
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩২ পূর্বাহ্ন

গোটা ভারতজুড়ে সাধারণতন্ত্র দিবস পালিত হচ্ছে। ত্রিবর্ণ রঞ্জিত পতাকা পত পত করে উড়ছে। এরই মধ্যে এলো দুসংবাদ। ভারতীয়দের প্রধান খাদ্য আটা ও ময়দার দাম বেড়ে এতটাই হয়েছে যে তা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। এক কিলোগ্রাম ময়দা ৩৩ টাকা তিরিশ পয়সা দরে বিকুচ্ছে। এক কেজি আটার দাম আট ৩০ টাকা। দামের এই উর্ধ্বমুখিনতা চিন্তায় ফেলেছে ভারপ্রাপ্ত মন্ত্রী গোষ্ঠী কে। তাঁরা এফসিআইকে নির্দেশ দিয়েছেন কুইন্টল প্রতি দু হাজার তিনশো পঞ্চাশ টাকায় আটা বিপণন করার জন্যে। আটা এবং ময়দার দূর্মূল্যতায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। সাধারণতন্ত্র দিবসে সাধারণই সংকটে।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
৩
পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে
১০