অনলাইন
সাত্তারকে নিয়ে যা বললেন আওয়ামী লীগ নেতারা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
(১ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৩, বুধবার, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে দলছুট নেতা উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার সমর্থনে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সরাইলের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় ৯টি ইউনিয়নের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন। সভায় আওয়ামী লীগের সকল নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র সাবেক এমপি ও প্রতিমন্ত্রী সাত্তারকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। এ সময় মঞ্চে বসা আবদুস সাত্তার কোন রকমে কাঁপা কাঁপা গলায় দোয়া চাইলেও অন্য কোন কথা বলতে পারেননি। তারপরও খুশিতে মিছিল সহকারে অডিটরিয়াম ত্যাগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গত মঙ্গলবার বিকাল ৩টার পর থেকেই পূর্ব নির্ধারিত ‘উকিল আবদুস সাত্তার ভূঁইয়া সমর্থক গোষ্ঠী’ কর্তৃক আয়োজিত কর্মীসভায় যোগ দিতে ইউনিয়ন ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাইল সদরে প্রবেশ করতে থাকেন। বিকাল ৪টায় সরাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক মো. সাইফুল ইসলাম ঠাকুরের সঞ্চালনায় ও সভাপতি এডভোকেট মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আহমেদ হোসেন। সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সংরক্ষিত নারী আসনের (৩১২) আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন মঈন, বেসরকারী শিক্ষক কর্মচারি কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি মো. কামরুজ্জামান আনসারী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হান্নান রতন। তবে সভায় উপস্থিত থেকেও বক্তব্য দেওয়ার সুযোগ পাননি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহানুর ইসলাম ও সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস। বক্তারা বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেগম খালেদা জিয়ার ছেলে তারেক জিয়ার ষড়যন্ত্র ও রুঢ় আচরণের কারণেই বিএনপি থেকে পদত্যাগ করেছেন। তাই আমরা কেন্দ্রের নির্দেশে নম্র ভদ্র বয়োজ্যেষ্ঠ এই মুরব্বির পক্ষে মাঠে নেমেছি।
পাঠকের মতামত
আওয়ামী লীগ শেষপর্যন্ত ইজ্জত হারানোর ভয়ে নিজের সন্তানকে ফেলে দিয়ে দত্তক ছেলেকে নিয়ে নাচানাচি করছে।আরও কত তামাশা এই দেশের জনগণ দেখতে পাবে! কেমনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠবে তা কল্পনাও করা যায় না। আদর্শ বলতে কোনো বালাই নেই ।
তামাশা!!!!
মানুষের বিবেক কত নিমেছে তা ব্রাহ্মণবাড়িয়া পৃথিবীতে রোল মডেল
This election has no value thats why BAL is helping him.
আওয়ামী লীগ শেষপর্যন্ত ইজ্জত হারানোর ভয়ে নিজের সন্তানকে ফেলে দিয়ে দত্তক ছেলেকে নিয়ে নাচানাচি করছে।
আওয়ামী লীগ কি দেউলিয়া হয়ে গেছে। নিজেদের কোন যোগ্য নেতা নাই।
Sattar can join the Awamilig
সাত্তার সাহেব শেষ বয়সে নিজের আত্তমর্যাদা বিলিন করেছে সাথে নিজের ছেলের ভবিষ্যত দেউলিয়া করেছে, কিন্তু আওয়ামী লীগ নিজেদের শুধু দেউলিয়া প্রমাণ করেনি সাথে বিবস্ত্রও হয়েছে।
আরও কত তামাশা এই দেশের জনগণ দেখতে পাবে! কেমনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠবে তা কল্পনাও করা যায় না। আদর্শ বলতে কোনো বালাই নেই ।