অনলাইন
তুরাগে পাষণ্ড স্ত্রীর কাণ্ড!
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২২ জানুয়ারি ২০২৩, রবিবার, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন
রাজধানীর তুরাগের বাওনিয়া বটতলা এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর লিঙ্গ কেটে দিয়েছেন পাষণ্ড স্ত্রী। শনিবার বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বামী মো. মাসুদ মিয়াকে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের মামা আনোয়ার হোসেন জানান, মাসুদ ও তার স্ত্রী কলি আক্তার দুজনই পোশাক শ্রমিক। তাদের কলহের একপর্যায়ে স্ত্রী ক্ষিপ্ত হয়ে মাসুদের লিঙ্গ কেটে ফেলে। পরে রক্তাক্ত অবস্থায় মাসুদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি জানান, এই ঘটনায় মাসুদের স্ত্রীকে তুরাগ থানায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।