বিনোদন
‘মনে হতেই পারে এরকম মানুষরুপী ফেরেশতা পৃথিবীতে দ্বিতীয়টি নাই’
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ১৫ জানুয়ারি ২০২৩, রবিবার, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ অপরাহ্ন

মাঝে মাঝেই বিভিন্ন বিষয়ে নিজের উপলব্ধি কিংবা ভাবনার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী সোহানা সাবা। আজ সকালেই প্রেম ও ছলচাতুরী বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি। সাবা সেখানে লিখেন, আপনার প্রেমে পড়ে অথবা আপনাকে পটাতে সে নানান রকম মিথ্যা বলবে আর ছলচাতুরী করবে। আপনার মনে হতেই পারে, এরকম মানুষরুপী ফেরেশতা পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। কারণ আপনি মুগ্ধ আর প্রেমে অন্ধ। একটু মাথা ঠান্ডা করুন, ঠান্ডা হন আর চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার আর তার আশেপাশের মানুষদেরকে নিয়ে সে কি কমেন্ট করে, সে কেমন বিহেভ করে.. সে ফোনে অথবা অন্য কারো সাথে প্রয়োজন বা অপ্রয়োজনে মিথ্যা বলে কিনা-ঠকায় কিনা-খারাপ বিহেভ করে কিনা! বিশ্বাস করুন এসবের মধ্যেই আপনি ক্লু পাবেন সে মানুষটা আসলে কেমন। আপনার ভবিষ্যতে আসলে আপনার সাথে কি হতে যাচ্ছে অথবা কি ব্যবহার করবে।