ভারত
ভারতের সুপ্রিম কোর্টের রায়
মদ্যপ অবস্থায় অপরাধ করলে তা অপরাধই
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ৫ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ২:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২৪ অপরাহ্ন

মদ্যপ অবস্থায় কেউ কোনও অপরাধ করলে তা সাধারণ অপরাধ বলেই গণ্য হবে। অ্যালকোহলের প্রভাবে অপরাধ করলেও অপরাধী পার পাবে না। ভারতের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সম্প্রতি এই রায়টি দিয়েছে। এতদিন মদ খেয়ে কেউ কোনও অপরাধ করলে ভারতীয় বিচার ব্যবস্থায় কিঞ্চিৎ সুবিধা অপরাধী পেতো। কিন্তু, সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মহেশ্বর এবং সুধাংশু ভুল্লা সম্প্রতি একটি মামলার রায় দিতে গিয়ে সংবিধানের চুরাশি নম্বর ধারার উল্লেখ করে বলেন, মদ্যপান করে অপরাধ করলে অপরাধের গুরুত্ব কমে যায় না। সুতরাং, অপরাধের গুরুত্ব বুঝে সাজার ব্যবস্থা করতে হবে। মদ্যপান করে অপরাধ করলে অপরাধের গুরুত্ব কমে না। দুই বিচারপতি এক পিতার সন্তান হত্যা করার মামলার রায় দিয়েছিলেন। মদ্যপ অবস্থায় এই পিতা তাঁর ছয় ও চার বছরের সন্তানকে হত্যা করে। আইনজীবীদের বক্তব্য ছিল, মদ খেয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এই অপরাধ সংঘটিত হয়। তাই তারা পিতার কম শাস্তি প্রার্থনা করেন। বিচারপতিরা এই মামলার রায় দিতে গিয়ে ওই ল্যান্ডমার্ক রায়টি দেন।