ভারত
সেন্সরে কাটাছেঁড়ার পর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ৫ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৩ অপরাহ্ন

দীপিকা পাডুকোনের কমলা রঙের সুইমস্যুট বা মনোকিনি বদল হয়েছে কিনা জানা যায়নি। কিন্তু শাহরুখ খানের ‘পাঠান’ সর্বভারতীয় মুক্তি পাচ্ছে ২৫শে জানুয়ারি সেন্সরের কাঁচির দগ দগে ঘা নিয়ে। দীপিকার নিতম্বের হিল্লোল ধরানো দৃশ্য বাদ গেছে। যৌন উদ্দীপক বেশ কিছু দৃশ্য বাদ পড়েছে। এমনকি পাশ থেকে দেখানো দীপিকার বক্ষ সৌন্দর্যেও সেন্সর বোর্ডের কাঁচি পড়েছে। ফিল্ম সার্টিফিকেশন বোর্ড অব ইন্ডিয়া বা সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশি বলেছেন, ভারতীয় সংস্কৃতি বিরোধী বেশ কিছু দৃশ্য এবং ডায়ালগের শব্দ বাদ দেওয়া হয়েছে। সেন্সর বোর্ডের কাঁচির পর র শব্দটি হয়েছে হামারে। লুলে শব্দটি হয়েছে টুটে ফুটে। পি এম হয়েছে প্রেসিডেন্ট কিংবা মিনিস্টার। পিএম ও শব্দটির তেরোবার উচ্চারণ আটকানো হয়েছে। অশোক চক্র হয়েছে বীর পুরস্কার। এক্স কে জি বি হয়েছে এক্স এস বি ইউ, মিসেস ভারতমাতা হয়েছে হামারি ভারতমাতা, স্কচ হয়েছে ড্রিংক, ব্ল্যাক প্রিজন রাশিয়া শুধু হয়েছে ব্ল্যাক প্রিজন। বেশরম রং গানটিতে নগ্নতা পরিহার করা হয়েছে। শাহরুখ খান এবং পরিচালক সিদ্ধার্থ সব মেনে নিতে বাধ্য হয়েছেন। কারণ, বুধবারও আহমেদাবাদের একটি মলে ‘পাঠান’-এর পোস্টার ছিঁড়ে বিক্ষোভ দেখিয়েছে ভারতীয় হিন্দু পরিষদ ও বজরং দল। তারা পাঠান প্রদর্শন করতে দিতে রাজি নয়। এই অবস্থায় সেন্সরের কাছে অসহায় আত্মসমর্পণ ছাড়া শাহরুখের আর কিইবা করার আছে!