ভারত
মুসলিম যুবকের রক্তে প্রাণ বাঁচলো হিন্দু শিশুর
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ২ জানুয়ারি ২০২৩, সোমবার, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৯ অপরাহ্ন

মধ্যপ্রদেশের ছাতারপুর সাম্প্রদায়িক সম্প্রীতির এক নিদর্শন হয়ে থাকলো। মুসলিম এক যুবকের রক্তে প্রাণ বাঁচলো দুমাস বয়স্ক এক হিন্দু শিশুর। ছত্রিশ বছরের রাফাত খান রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন এক হিন্দু শিশুর। ছাতারপুর জেলা হাসপাতালে রক্তাল্পতায় প্রায় মৃত্যুমুখে পড়েছিল জিতেন্দ্রর শিশু সন্তান। চিকিৎসকরা জানিয়েছিলেন যে এ পজিটিভ রক্ত প্রাণ বাঁচাতে পারে শিশুটির। দুর্ভাগ্যের বিষয় এ পজিটিভ রক্ত মিলছিলো না। কালোবাজারে চড়া দাম দিতে রাজি ছিলেন জিতেন্দ্র। তাও মিলছিলো না রক্ত। শেষ পর্যন্ত জিতেন্দ্রর পরিচিত বিকাশ গুপ্ত সন্ধান দেন রাফাত খানের। এক বছরে তেরোবার রক্ত দিয়েছেন রাফাত। তাঁর রক্ত এ পজিটিভ তা জানতেন বিকাশ। রাফাত বাড়ি থেকে স্কুটারে বের হচ্ছিলেন। শিশুটির রক্ত লাগবে শুনেই জেলা হাসপাতালে চলে যান। রক্ত দেন। ব্লাড দেওয়ার পর শিশুটি বিপদমুক্ত হয়। রাফাত জানান, রক্ত দেওয়ার সময় তিনি মনে রাখেন না এই রক্ত মুসলিম পাচ্ছে না হিন্দু পাচ্ছে। রক্তের কোনও জাতপাত থাকেনা তা রাফাত জানেন।