ভারত
ভারতের বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় নেই কোহলি-রোহিত
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ১ জানুয়ারি ২০২৩, রবিবার, ৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৫ পূর্বাহ্ন

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। তিন ফরমেটেই সেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়েছে। গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থের নাম এই তালিকায় থাকলেও বিরাট-রোহিতরা জায়গা পাননি। টেস্টে শ্রেষ্ঠ ব্যাটারের সম্মান পেয়েছেন ঋষভ পন্থ, সাতটি টেস্ট খেলেছে ভারত ২০২২ সালে। সাতটিতেই খেলেছেন ঋষভ। মোট রান ৬৮০। টেস্টে সেরা বোলার হয়েছেন যশপ্রীত বুমরা। তিনি পাঁচ টেস্টে বাইশ উইকেট পেয়েছেন। একদিনের ক্রিকেটে সেরা ব্যাটার হয়েছেন শ্রেয়াস আয়ার। তিনি ১৭টি ম্যাচে ৭১৮ রান করেছেন। সেরা বোলার হয়েছেন মোহাম্মদ সিরাজ। পনেরো ম্যাচে ২৪ উইকেট পেয়েছেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরমেট টি-টোয়েন্টি তে সেরা ব্যাটার হয়েছেন সূর্যকুমার যাদব। সূর্য ২০২২ সালে এক হাজার ১৬৪ রান করেছেন। সেরা বোলার হয়েছেন ভুবনেশ্বর কুমার। ৩২ ম্যাচে তিনি ৩৭ উইকেট নিয়েছেন।