মত-মতান্তর
ফুটবল হতে পারে সামাজিক অবক্ষয় রোধের অন্যতম হাতিয়ার
মোহাম্মদ মজিবুর রহমান
(২ বছর আগে) ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার, ৭:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১০ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফুটবল নিয়ে অনেক মজা হয়েছে, এবার কিছু সিরিয়াস কথা বলি-
১. 'ডু অর ডাই' কিংবা 'উইন অর উইন' অসুস্থ চিন্তা। জীবনের জন্য খেলা, খেলার জন্য জীবন নয়। জয় কিংবা পরাজয় স্বাভাবিকভাবে গ্রহণ করাই খেলার শিক্ষা।
২. বাংলাদেশের সমর্থকদের আর্জেন্টিনার ফুটবলের প্রতি ভালোবাসা ইতোমধ্যে ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববাসীর নজর কেড়েছে। বিশেষত আর্জেন্টিনার ফুটবল পরিবার, সরকার এবং সে দেশের সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। আর্জেন্টিনা আবারও এদেশে কূটনীতিক মিশন খোলার উদ্যোগ গ্রহণ করেছে। এখন বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিয়ে আর্জেন্টিনার কারিগরি সহায়তায় আমাদের ফুটবলের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এক্ষেত্রে ফিফা কিংবা কাতারের আর্থিক সহায়তাও বিবেচনায় রাখা যায়। হতে পারে একটা বিশ্বমানের ফুটবল একাডেমি।
৩. আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্থানীয়, ক্লাব ও জাতীয় পর্যায়ে ফুটবলের উন্নয়ন গুরুত্বপূর্ণ।
৪. আমাদের সময়ে আমরা স্কুলে কালো মানিক পেলের কীর্তি পড়েছি। এখন আমাদের শিক্ষাক্রমে পেলে, ম্যারাডোনা, জিদান, মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পেসহ বিখ্যাত ফুটবলারদের কীর্তিগাঁথা বিভিন্ন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা দরকার।
৫. আমাদের দেশের মানুষ ফুটবলকে ভালোবাসে। এই ফুটবলকে সামনে এগিয়ে নেয়া জরুরি। খেলাধুলায় লিপ্ত থাকলে বিশেষত তরুণ প্রজন্ম মাদক এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকে। ফুটবল হতে পারে সামাজিক অবক্ষয় রোধের অন্যতম হাতিয়ার।
লেখকঃ সহযোগী অধ্যাপক,
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লেখাটি ফেসবুক থেকে নেয়া।