ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

গ্রুপ সেরা হওয়ার টার্গেট নিয়ে আজ নামছে কিংস

স্পোর্টস রিপোর্টার
১৮ মে ২০২২, বুধবার
mzamin

গতবার মালদ্বীপের মাজিয়া এফসিকে ২-০ গোলে হারিয়ে এএফসি কাপ শুরু করেছিল বসুন্ধরা কিংস। একই প্রতিপক্ষের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। কলকাতার সল্ট লেকে রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।  
শুধু এই ম্যাচ নয়, তিন ম্যাচের সবকটি জিতেই গ্রুপ সেরা হতে চায় বসুন্ধরা কিংস। প্রথম বাধা মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে হারিয়ে শুভ সূচনা করার লক্ষ্য কিংসের। গত আসরে এই মাজিয়াকে সহজে হারালেও মালদ্বীপের চলমান লীগে দলটি ১২ ম্যাচের ১১টিই জিতেছে, হেরেছে মাত্র একটি। সেটা মাথায় রেখে প্রথম ম্যাচে পরিকল্পনা সাজিয়েছেন কিংস কোচ অস্কার ব্রুজন। মাজিয়ার পর কিংসের চ্যালেঞ্জ ভারতের এটিকে মোহনবাগান। গত আসরে ১-১ গোলে ড্র করা দুই দল এবার মুখোমুখি হবে ২১শে মে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৪শে মে, প্রতিপক্ষ ভারতের আরেক দল গোকুলাম কেরালা।

বিজ্ঞাপন
এবারই প্রথম দলটির বিপক্ষে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। অস্কার ব্রুজন বলেন, ‘বসুন্ধরা কিংস আইএসএল মানের দল সেটা তারা প্রমাণ করেছে। আমরা এখনও এএফসি কাপে হারিনি। আমি চাই এই ধারা বজায় রাখতে। অনেকেই ভাবছে কিংস ফেভারিট। তবে আমি এ ধারণার পক্ষপাতি নই। যদি ফেভারিট ভেবে খেলা শুরু করি তবে ওখানেই শেষ। আমি আন্ডারডগ হিসেবে খেলতে পছন্দ করি।’ 
প্রথম ম্যাচের প্রতিপক্ষ মাজিয়া নিয়ে এই স্প্যানিয়ার্ড বলেন, ‘গতবারের মাজিয়া আর এবারের মাজিয়া এক দল নয়। এবারের দল অনেক শক্তিশালী। তাই প্রথম ম্যাচ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’ প্রথম ম্যাচে সর্তক মাজিয়া কোচ মিওদ্রাগ জেসিচও। অতীতের কথা ভুলে গিয়ে এই কোচ বলেন, ‘গত আসরে কি হয়েছে আমি জানি না। আমরা আমাদের খেলা খেলবো। প্রতিপক্ষ নিয়ে কোনো কথা বলতে চাই না। আমরা এখানে এসেছি ভয়ডরহীন ফুটবল খেলতে। আমি মনে করি গ্রুপ পর্বে আমাদের ভালো সম্ভাবনা আছে। ছেলেরা মাঠে তাদের সামর্থ্য প্রমাণে মুখিয়ে আছে।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status