ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

কলকাতা কথকতা

জুতোপেটা খেয়ে নিজের গ্রামই ছাড়তে হয়েছিল পি কে হালদারকে

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ১৭ মে ২০২২, মঙ্গলবার, ১১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৪ অপরাহ্ন

mzamin

কীর্তিমান পি কে হালদার এর জীবনকাহিনী যতই পরিস্ফুটিত হচ্ছে তদন্তকারী ইডি  অফিসারদের স্ক্যানারে, ততই তাঁরা বিস্মিত হয়ে যাচ্ছেন। পি কে হালদারের বাবা ছিলেন কৃষক, মা স্কুল শিক্ষিকা। বাংলাদেশের পিরোজপুরের নাজিরপুরের একটি গ্রামে দিন আনি দিন খাই অবস্থা ছিল তাঁদের। দীঘিরজান প্রাইমারি স্কুলের মেধাবী ছাত্রটির চোখে ছিল লোভ আর প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্খা। জীবনে কোনও দিন সেকেন্ড হননি পি কে হালদার ওরফে প্রশান্ত। এসএসসি পরীক্ষা খুব ভালোভাবে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হন। সেই পড়াশোনা ছেড়ে ইনস্টিটিউট অফ বিজনেস এডমিন্সট্রেশন থেকে এমবিএ করেন। এরপর ব্যাঙ্কিং সেক্টরে যোগদান এবং অবিলম্বে ম্যানেজ মাস্টার বলে পরিচিতি। 

১০ বছরের ব্যাঙ্কিং অভিজ্ঞতা নিয়ে রিলায়েন্স ফিনান্সিয়াল কর্পোরেশন এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হন ২০০৯ সালে। ২০১৫ সালে এন আর বি গ্লোবাল ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর। টাকা সাইফনিং এবং দানধ্যান একসঙ্গেই চলতে থাকে।

বিজ্ঞাপন
মায়ের নামে স্কুল করেন গ্রামে। কিন্তু, এই স্কুল করতে গিয়েই প্রথম পি কে হালদার এর স্বরূপ বুঝতে পারেন পিরোজপুর-নাজিরপুরের প্রভাবশালী ব্যক্তি আমজাদ খান। গ্রামে স্কুলের একটি অনুষ্ঠানে জুতোপেটা করেন আমজাদ এই পি কে হালদারকে। আর কোনোদিন গ্রামমুখী হননি তিনি। এরপর বিলাসবহুল জীবন, দামি গাড়ি, বান্ধবী- ইডি মিল খুঁজে পাচ্ছে সুদীপ্ত সেন, গৌতম কুন্ডুর জীবনের সঙ্গে। কিংবা কে বলতে পারে এদের জীবন হয়তোবা একই ছাচে গড়া!               

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status